ব্যুরো নিউজ, ২৬ এপ্রিল: রেস্তোরার বিল ১ লক্ষ টাকা! টাকা না দিয়েই চম্পট! এরপর কি ঘটল?
বাড়ির মেঝে খুঁড়তেই চক্ষু চরকগাছ! শাহজাহানের গড়ে উদ্ধার বিদেশি আগ্নেয়াস্ত্র
কয়েকদিন আগেই আটজনের একটি পরিবার ৩৪ হাজারের বিল না মিটিয়েই রেস্তোরাঁ থেকে চলে যান। যুক্তরাজ্যে ঘটে এই ঘটনা। রেস্তোরার পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলে ঘটনাটি প্রকাশ্যে আসে। তারা পরিবারের একটি ছবি সহ গোটা বিষয়টি নিয়ে জানায় যে, “আজ সন্ধ্যায় একটি পরিবার তাদের বিল পরিশোধ না করে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যায়, যা অত্যন্ত লজ্জাজনক!” এর পরেই জানা যায় যে, সেই দম্পতি একাধিকবার এমন কাজ করেছিলেন।
ওই দেশের সংবাদ সংস্থা নিউইয়র্ক পোস্ট তাদের একটি প্রতিবেদনে দাবি করে, 39 বছর বয়সী অ্যান এবং 41 বছর বয়সী বার্নার্ড ম্যাকডোনাঘের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এই জুটি এখনও পর্যন্ত এমন ঘটনা পাঁচ বার ঘতিয়েছেন। পাঁচটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার পর তাদের বিল না চুকিয়েই চলে যাওয়ার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।
এখনও পর্যন্ত তারা মোট ১ লক্ষ টাকারও বেশি বিল পরিশোধ না করেই চলে গিয়েছেন। আর এই অভিযোগেই ওই দম্পতিকে গ্রেফতার করা হয়। এছাড়াও জানা গিয়েছে, স্ত্রী অ্যানের বিরুদ্ধে আগে থেকেই চারটি চুরির অভিযোগ রয়েছে। সাউথ ওয়েলস পুলিশের এক্স হ্যেন্ডেলে করা একটি পোস্ট থেকে এমনটাই জানা গিয়েছে।