শর্মিলা চন্দ্র, ২৭ মার্চ: লোকসভা নির্বাচনের আগে টানা তিন দিন ডায়মন্ড হারবারে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বৈঠকের প্রথম দিনে দলীয় নেতৃত্বের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত নির্বাচনে ডায়মন্ড হারবারের কিছু ওয়ার্ডে বিজেপি এবং আইএসএফ লিড পেয়েছিল, কিন্তু কেন এরকম ফল হয়েছিল, সেই নিয়ে দলীয় নেতত্বকে প্রশ্ন করেন অভিষেক। পাশাপাশি সাধারণ মানুষ কেন বিরোধীদের ভোট দিচ্ছে তার কারণ নির্দেশ করে বোঝানোরও কথা বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপালকে দেখানো হল কালো পতাকা
অভিষেকের মন্তব্য ঘিরে জল্পনা
এদিন ডায়মন্ড হারবারের স্থানীয় নেতৃত্বের কড়া সমালোচনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, এত পরিষেবার পরও যদি ফল খারাপ হয়। বুঝতে হবে, মানুষ চাইছেন না। তাহলে সরে যাওয়া উচিত। তিনি আরো বলেন, সাংসদ থাকাকালীন ডায়মন্ড হারবারের উন্নয়নে ৫৫০০ কোটি ব্যয় হয়েছে, বার্ধক্যভাতা দেওয়া হয়েছে ৭০ হাজার মানুষকে, এমনটা আগেও একাধিক বার জানিয়েছেন অভিষেক। এত পরিষেবা দেওয়ার পরেও কেন ডায়মন্ড হারবারের কিছু মানুষ কেন বিরোধীদের ভোট দিচ্ছেন, কোথায় দূরত্ব থেকে যাচ্ছে তার কারণ খুঁযে বের করার নির্দেশ দেন। মানুষের কাছে পৌঁছতে হবে বলেও জানান। সেই সঙ্গে তিনি জানান, এত কিছুর পরও যদি মানুষ তৃণমূল বিমুখ হয়ে থাকেন, সেক্ষেত্রে স্থানীয় নেতৃত্বকে নিতে হবে, প্রয়োজনে সরে যেতে হবে। অন্যদিকে নির্বাচনের আগে অভিষেকের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। পাশাপাশি আরও দুদিনের বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই বৈঠক থেকে কী বার্তা দেন সেদিকেই নজর থাকবে।