ব্যুরো নিউজ, ৩০ মার্চ, শর্মিলা চন্দ্র: নির্বাচন যত এগিয়ে আসছে, ততই শাসক, বিরোধী তরজা জোরদার হচ্ছে। শনিবার মথুরাপুরের জনসভা থেকে মোদি সরকারকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিটি জনসভা থেকে সাধারণের উদ্দেশ্যে জানতে চেয়েছেন, দিদির গ্যারান্টি না মোদির গ্যারান্টি – কার গ্যারান্টি চান?’ শনিবার মথুরাপুরের জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, লক্ষ্মীর ভাণ্ডার বাদ দিন। শুধু আগামী ৫ বছর রান্নার গ্যাস বিনামূল্যে দিয়ে দেখাক বিজেপি। তাহলে ৪২ কেন্দ্র থেকেই প্রার্থী তুলে নেব।
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চেতলা এলাকার পুরোনো বাড়ি! প্রশাসনের দিকে উঠছে আঙুল!
তবে কি দ্বন্দ্বের জেরে আইপিএল খেলবেন না ওয়ানিন্দু হাসরঙ্গ? কী বলছে তাঁর ম্যানেজার?
৪২ আসনে প্রার্থী তুলে নেওয়ার হুঁশিয়ারি
‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর প্রকল্পের আওতায় মহিলারা এপ্রিল মাস থেকে ১০০০ টাকা করে পাবেন বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তফসিলি জাতি-উপজাতির মহিলারা পাবেন ১২০০ টাকা। অন্যদিকে, বিজেপি নেতারা বারংবার বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের ৩০০০ টাকা করে দেওয়া হবে। এই বিষয়ে বিজেপিকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা যে যে রাজ্যে আপনারা ক্ষমতায় আছেন, তার মধ্যে একটি রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করে দেখান। ৩০০০ নয়, ১৫০০ টাকা দিয়েই শুরু করুন, তাহলেই রাজনীতি ছেড়ে দেওয়ারও কথা বলেন অভিষেক।