ব্যুরো নিউজ ২০ নভেম্বর : অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেক বচ্চনের সম্পর্কের গুঞ্জনে সরগরম নেটদুনিয়া। এই জল্পনা এমন পর্যায়ে পৌঁছেছে যে কেউ কেউ দাবি করছেন, অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্যে ভাঙনের কারণ নাকি নিমরত। সম্প্রতি নিমরত কৌরের একটি ছবি ভাইরাল হয় যেখানে তার মেদযুক্ত পেট দেখে অনেকেই অনুমান করতে শুরু করেন যে তিনি অন্তঃসত্ত্বা । এবং সন্তানের পিতৃত্বের দায় চাপান অভিষেকের ওপর। এই খবর যে সম্পূর্ণ ভিত্তিহীন তা স্পষ্ট হয়ে গেছে।

হাসপাতালে অভিনেত্রী অঙ্কিতা! কী ঘটল ‘জগদ্ধাত্রী’-র সঙ্গে?
নিজের বক্তব্যে তিনি জল্পনা খারিজ করেছেন
গুঞ্জনের সূত্রপাত হয় ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত দশভি সিনেমার শুটিং থেকে। তখন থেকেই অভিষেক ও নিমরতের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। এই কারণে ঐশ্বর্যর সঙ্গে অভিষেকের সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয় এবং ঐশ্বর্য মেয়েকে নিয়ে বাবার বাড়ি ফিরে যান। যদিও পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই প্রসঙ্গে মুখ খুললেন নিমরত। তিনি বলেন, “আমি সম্পূর্ণ সিঙ্গল। কোনও সম্পর্ক নেই।” পাশাপাশি তিনি সিঙ্গল মেয়েদের আত্মবিশ্বাসের সঙ্গে ঘুরে বেড়ানোর পরামর্শ দেন। অভিষেকের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে সরাসরি কিছু না বললেও নিজের বক্তব্যে তিনি জল্পনা খারিজ করেছেন।
ভারত-রাশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ঃ পুতিনের ভারত সফরের প্রস্তুতি
নিমরত কৌরের সিঙ্গল থাকার ঘোষণা এবং বচ্চন পরিবারের বক্তব্যের পরও গুঞ্জন পুরোপুরি থামেনি। তবে স্পষ্ট যে এই বিতর্ক কেবল রটনা। অভিনেত্রী নিজেই বলছেন, “আমার ব্যক্তিগত জীবন নিয়ে কারও মনগড়া মন্তব্য করার প্রয়োজন নেই। সত্যি থাকলে আমি নিজেই বলতাম।”