ব্যুরো নিউজ, ৯ এপ্রিল : রাজ্য-রাজনীতিতে সিঙ্গুর নামটা প্রাসঙ্গিক। বাম আমল থেকে আজও সিঙ্গুর নাম রাজনীতির কেন্দ্র বিন্দুতে রয়েছে। আর সেই সিঙ্গুরেই আজ সাংগঠনিক বৈঠক করবেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।১৯৬৯ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সিঙ্গুর বামেদের দখলে ছিল। তবে ২০০১ থেকে সিঙ্গুর টানা তৃণমূলের দখলে রয়েছে। যদিও ১৯-এর লোকসভা নির্বাচনের সময়ে হুগলি লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জয়লাভ করেছিল। পাশাপাশি সিঙ্গুর থেকেও বিজেপি ১৫ হাজার ভোটে লিড পেয়েছিল। ২১ এর বিধানসভা নির্বাচনে সিঙ্গুর বিধানসভা কেন্দ্র নিজেদের দখলেই রেখেছিল তৃণমূল। ২৪-এর নির্বাচনে যাতে তৃণমূল নিজেদের জায়গা দখলে রাখতে পারে তার জন্য আজ বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
হঠাৎ কী কারনে ED দফতরে শিল্পপতি হর্ষ নেওটিয়া? কোন মামলায় তলব?
বিজেপিকে হারাতে মরিয়া ঘাসফুল শিবির
২০১৯- এর লোকসভা নির্বাচনে তারকা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় জয়লাভ করেছিল। এবার লকেটের বিরুদ্ধে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি লোকসভা কেন্দ্রে এবার দুই নায়িকার মধ্যে হাই ভোল্টেজ লড়াই হতে চলেছে। তৃণমূল কোনভাবেই এই কেন্দ্র হাতছাড়া করতে চাইবে না। আর সেই কারণে এই বৈঠকের আগে সিঙ্গুরের দলীয় নেতৃত্বের কাছ থেকে একগুচ্ছ নথি চাওয়া হয়েছে অভিষেকের অফিস থেকে। বিরোধীদের বাস্তব অবস্থার তথ্যও তলব করা হয়েছে। তৃণমূল সূত্রের খবর, এদিনের বৈঠকে হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত দলের সমস্ত জেলাস্তরের নেতানেত্রীদের থাকতে বলা হয়েছে। পাশাপাশি পঞ্চায়েত, পুরসভা ও জেলা পরিষদের নেতৃত্ব ও বিধায়কদেরও উপস্থিত থাকার কথা বলা হয়েছে। সব মিলিয়ে এই দিনের বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলে একাংশ।