ব্যুরো নিউজ, ১৪ এপ্রিল: লোকসভা নির্বাচন যত এগোচ্ছে, ততই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর তল্লাশি অভিযোগ। উল্লেখ্য, সোমবার তমলুকে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগে রবিবার বেহালা ফ্লাইং ক্লাবে হেলিকপ্টারের ট্রায়াল চলছিল। সেই সময় আচমকা আয়কর অফিসাররা তল্লাশি চালান বলে অভিযোগ।
কীসের সন্ধানে অভিষেকের কপ্টারে তল্লাশি?
২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির ইস্তেহারে ঢালাও প্রতিশ্রুতি মোদির
তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, তল্লাশির নাম করে ট্রায়াল রানে বাধা দেওয়া হয়েছে। অভিষেকের নিরাপত্তারক্ষীরা তল্লাশির কারণ জানতে চাইলে তাদের সঙ্গে আয়কর অফিসারদের বচসা বাধে বলে অভিযোগ। যদিও আয়কর অফিসাররা কিছু পাননি বলেই জানানো হয়েছে। অন্যদিকে এই ঘটনার পর ক্ষোভ উগড়ে দিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ‘এনআইএ তাঁদের ডিজি এবং এসপি-কে অপসারণ করার পরিবর্তে কমিশন এবং বিজেপি আজ আমার হেলিকপ্টার এবং নিরাপত্তা কর্মীদের তল্লাশি করতে একটি টিম পাঠিয়েছিল। যদিও তল্লাশি চালানোর পরেও কিছু পাননি তাঁরা। জমিদাররা সর্বশক্তি প্রয়োগ করতে পারে কিন্তু বাংলার প্রতিরোধের শক্তি কখনই দুর্বল হবে না।’ তবে এদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর আধিকারিকদের তল্লাশি নিয়ে জল্পনা শুরু হয়েছে।