বাবাকে নিয়ে ঠাট্টা করায় বেজায় চটে গেলেন কেন অভিষেক ? 

ব্যুরো নিউজ,১০ ডিসেম্বর:সম্প্রতি ‘কেস তো বান্তা হ্যায়’ শোতে অতিথি হিসেবে যোগ দিতে গিয়েছিলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন।কিন্তু সেখানে তার বাবাকে নিয়ে যখন শুরু হয় ঠাট্টা-মশকরা, তখন আর নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। বিশেষ করে কমেডিয়ান পরিতোষ ত্রিপাঠি, রীতেশ দেশমুখ, বরুণ শর্মা এবং কুশা কাপিলের উপস্থিতিতে শোটি ছিল একেবারে হইহুল্লোড়ের মঞ্চ।

হলদিয়ায় নতুন পর্যটন উদ্যোগঃ ‘কটেজ অন হুইলস’ তৈরি করবে নয়া আকর্ষণ

কোর্টরুম ভিত্তিক


কমেডি শোটি ছিল কোর্টরুম ভিত্তিক এবং এর মধ্যে পরিতোষ ত্রিপাঠি ‘শোলে’ সিনেমার নাম এবং অমিতাভ বচ্চনের নাম নিয়ে রসিকতা করতে শুরু করেন। এতে চটে যান অভিষেক। তিনি স্পষ্টভাবে জানান, বাবাকে নিয়ে এমন রসিকতা একেবারেই সহ্য করতে পারবেন না। এরপর রীতেশ এবং বরুণ তাকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু তাতে কাজ না হওয়ায় অভিষেক শো ছেড়ে চলে যান।

বক্স অফিসে ‘পুষ্পা ২’-এর রাজত্বঃ পাঁচ দিনে আয় ৬০০ কোটির দোরগোড়ায়

তবে এর পরেই ঘটে একটা আকস্মিক টুইস্ট! অভিষেক শো ছেড়ে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আবার ঠিক তার উলটো দিক দিয়ে সেটে ফিরে আসেন। তখন তিনি পরিতোষকে বলেন “কী বলেছিলাম আমি? এই লাইনে আমি তোর বাপ।” এখানেই শেষ নয়, কমেডিয়ান পরিতোষ বুঝতে পারেন, আসলে এটি একটি প্র্যাঙ্ক ছিল এবং তাকে ট্রোল করা হচ্ছে। অভিষেকের এই বক্তব্যে পরিতোষ যেন প্রাণ ফিরে পান এবং পুরো ব্যাপারটি হাস্যকরভাবে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর