বিচ্ছেদের জল্পনা উড়িয়ে একসঙ্গে মুম্বই ফিরলেন ঐশ্বর্য এবং অভিষেক বচ্চন

ব্যুরো নিউজ, ৪ জানুয়ারি :বিচ্ছেদের গুঞ্জন ও তার পরবর্তী চর্চার মাঝেই একসঙ্গে নতুন বছর উদযাপন শেষে মুম্বই ফিরলেন অভিষেক বচ্চন এবং তাঁর স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চন। তাঁদের সঙ্গে ছিলেন তাঁদের মেয়ে আরাধ্যাও। একসঙ্গে ছুটি কাটানোর পর, বিমানবন্দর থেকে বেরিয়ে নিজেদের গাড়িতে ওঠেন তারা।একটি ইনস্টাগ্রাম ভিডিওতে দেখা যায়, অভিষেক বচ্চন বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন এবং তাঁর ঠিক পিছনে হাঁটছেন ঐশ্বর্য এবং আরাধ্যা।

২০২৫ সালে রাহু-বুধের মিলনে বিশেষ প্রভাব পড়বে ৩টি রাশির উপর। জানুন কোন কোন রাশি?

নতুন বছরের শুভেচ্ছা


একে অপরকে পাশে রেখে তারা হাঁটছিলেন এবং তারপর গাড়িতে উঠেন। এই সময় ছবির জন্য অনুরোধ করা হলেও অভিষেক দাঁড়িয়ে ছবি তোলার পরিবর্তে হাঁটতে থাকেন। তবে, ঐশ্বর্য রাই বচ্চন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে ভুল করেননি।এই সময়ে, ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যার মধ্যে এক ছোট ঘটনা ঘটে। বিমানবন্দর থেকে বেরোনোর সময় আরাধ্যা আচমকা লাফিয়ে ওঠে, দেখে ঐশ্বর্য তাকে জিজ্ঞেস করেন, “তোমাকে কি কেউ ধাক্কা দিয়েছে?” জবাবে আরাধ্যা হাসতে থাকে। এরপর তারা একসঙ্গে গাড়ির দিকে এগিয়ে যান, যেখানে অভিষেক তাদের জন্য অপেক্ষা করছিলেন। অভিষেক তাঁদের গাড়িতে তুলে সামনের সিটে বসেন।

ঘাটাল মাস্টারপ্ল্যান অনুযায়ী কাজ শুরু উল্টোদিকে প্রশাসনের বিরুদ্ধে গ্রামবাসীদের প্রতিবাদ

ঐশ্বর্য ও অভিষেকের মধ্যে বিচ্ছেদের কথা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। কিছুদিন আগে, একটি বিয়েতে ঐশ্বর্য মেয়েকে নিয়ে আলাদা আসেন, আর অভিষেক তাঁর পরিবারের সঙ্গে। তখন থেকেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। কিছুদিন পর, অভিনেতার বিবাহবহির্ভূত সম্পর্কের কথাও শোনা যায়, তবে তারা কেউ কিছু জানাননি। কিন্তু একসঙ্গে নতুন বছর উদযাপন শেষে মুম্বই ফিরে অভিষেক বচ্চন এবং তাঁর স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চন সবাইকে চমকে দিলেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর