তমলুকে যাচ্ছেন অভিজিৎ, সঙ্গে সারথী শুভেন্দু
ব্যুরো নিউজ, ১২ মার্চ: অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে শুরু করেছেন রাজনৈতিক কেরিয়ার।সম্ভবত শুরুতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় নামছেন ভোটপরীক্ষায়। তিনি তমলুক লোকসভা কেন্দ্রের সম্ভাব্য বিজেপি প্রার্থী। যদিও নাম ঘোষণা হয়নি এখনও। তা সত্ত্বেও অভিজিৎবাবু আগাম বার্তা পেয়ে এখনই যাচ্ছেন তমলুকের মন বুঝতে।
সূত্রের খবরে জানা গিয়েছে, তিনি তমলুক পৌঁছবেন মঙ্গলবার দুপুর নাগদ। আর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই যাত্রায় প্রাক্তন বিচারপতির সারথী হতে চলেছেন। নন্দীগ্রামের মাটিতে পা রাখবেন তাঁকে সঙ্গে নিয়ে। এছাড়াও একগুচ্ছ কর্মসূচিও রয়েছে।
কলকাতা থেকে তমলুক পৌঁছে প্রথমে বিজেপির জেলা সদর দপ্তরে যাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়!
গোপন সূত্রে জানা গিয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন সকালে কলকাতা থেকে তমলুক পৌঁছে প্রথমে বিজেপির জেলা সদর দপ্তরে যাবেন। শুভেন্দু থাকবেন সঙ্গে। তাঁরা তমলুকের বিখ্যাত বর্গভীমা মন্দিরে পুজো দিতে যাবেন বিজেপি পার্টি অফিস থেকে। এর পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দুপুরে রাজ্য রাজনীতির অন্যতম রাজনৈতিক হটস্পট নন্দীগ্রাম যাওয়ার কথা।
সএই প্রসঙ্গে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল জানিয়েছেন, “বিজেপি নেতৃত্ব প্রস্তুত নন্দীগ্রামে অভিজিৎবাবুকে স্বাগত জানাতে। তিনি রেয়াপাড়ার একটি শিবমন্দিরে পুজো দিতে যাবেন শুভেন্দুর সঙ্গে। অভিজিৎবাবু নন্দীগ্রামের ওই দলীয় কার্যালয়ে মধ্যাহ্নভোজ সারবেন। সবকিছু মিলিয়ে এমনই কর্মসূচি রয়েছে তাঁর সারাদিন।”