Abhijit Gangopadhy

ব্যুরো নিউজ, ৯ মার্চ:  প্রথম তালিকায় বাংলার ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। আর তার পরেই বিজেপিতে যোগ দিয়েছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তার রাজনিতির ময়দানে পা রাখার পরই জোর জল্পনা শুরু হয়েছে তিনি তমলুক থেকে লোকসভা ভোটের প্রার্থী হতে চলেছেন। আর সেই জল্পনা রটতেই নন্দীগ্রামে সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখনও শুরু হয়ে যায়। দলের কর্মী সমর্থকরা নিজেদের উদ্যোগেই বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু করে। পাশাপাশি লাগানো হয় পোস্টার ও ফেস্টুন।

তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগে ব্যবস্থা নিল বিজেপি | ২ অভিযুক্তকে দল থেকে সাসপেন্ড

writing-the-wall-in-the-name-of-abhijit-gangopadhyay

অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোথাকার প্রার্থী হবেন, আদৌ তাকে প্রার্থী মনোনীত করা হবে কি না সে বিষয়ে দলীয়ভাবে কোনও ঘোষণা করা হয়নি। এমনকি  অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও এ বিষয়ে কিছু জানাননি। তিনি বরাবরই বলে এসেছেন দল তাকে যেই দায়িত্ব দেবেন তিনি তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন। কিন্তু এর মধ্যেই নন্দীগ্রামের হরিপুরে নজরে আসে দেওয়াল লিখন। যেখানে লেখা, ‘ তমলুক লোকসভা কেন্দ্রে  অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পদ্ম চিহ্নে ভোট দিন’। পাশাপাশি  পোস্টার ও ফেস্টুনও লাগানো হয়।  আর এই ছবি সামনে আসতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের  তমলুকের বিজেপি প্রার্থী হওয়া নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

Advertisement of Hill 2 Ocean

তবে এসবের মধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগ। অভিযোগ, তমলুকের গঠরা গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানারের পাশে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যানার লাগানো হয়েছিল। আর সেটিও ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলছে বিজেপি শিবির। বিজেপির তমলুক মন্ডল ১ এর সভাপতি মধুসূদন মণ্ডলের কথায়, ভারতীয় জনতা পার্টির পোস্টার, ফেস্টুনকে ছিঁড়ে দেওয়া হয়েছে। আমাদের সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও নরেন্দ্র মোদীর ব্যনারগুলিও ছিঁড়ে ফেলা হয়েছে। তৃণমূল কংগ্রেস আজকে ভয় পেয়ে এসব করছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর