ব্যুরো নিউজ, ১৮ মে: দিন কয়েক আগেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে সুর চরিয়ে ছিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দর প্রসঙ্গে কথা বলেন। বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ২ হাজার টাকায় কেনা হয়েছে বলে সুর চড়ায় শাসক শিবির। সেই প্রসঙ্গ তুলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, রেখা পাত্রকে যদি ২ হাজার টাকায় কেনা হয়ে থাকে তবে আপনার দর কত মমতা বন্দ্যোপাধ্যায়? আর তাঁর এই মন্তব্যের পরেই উত্তাল হয় রাজ্য – রাজনীতি। গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয় তৃণমূল। এমনকি কমিশনের কাছে নালিশও জানায় তারা। এমনকি কমিশন শো-কজ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। কিন্তু তাঁর পরেও চুপ থাকেননি তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
মায়ানমার থেকে ভারতে ঢোকার চেষ্টা জঙ্গিদের! সেনা-জঙ্গি গুলির লরাইয়ের পর অত্মসমর্পণ
বিতর্কিত মন্তব্যের পড়ে ফের মমতাকে নিয়ে সুর চড়ালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, মমতা নিজে চাকরিখেকো। ওঁর মুখে চাকরি খাওয়ার রক্ত লেগে আছে। সেই রক্ত উনি আঁচলে মুছেছিলেন, ওঁর আঁচলেও রক্ত লেগে।’ একইসঙ্গে তিনি চাকরিপ্রার্থীদের প্রসঙ্গে প্রশ্ন তুলে বলেন, অযোগ্যদের জন্য লড়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা যোগ্য তাদের জন্য উনি কী করেছেন?