AAP leader Sanjay Singh got bail

ব্যুরো নিউজ, ২ এপ্রিল: খানিক স্বস্তি আপের! দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার। এমনকি গতকালই কেজরিওয়ালের  ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় দিল্লি আদালত। তবে এবার আবগারি দুর্নীতি মামলায় অক্সিজেন পেলেন আপ নেতা তথা সাংসদ সঞ্জয় সিং। অবশেষে জামিন পেলেন সাংসদ সঞ্জয় সিং।

লকেটের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে ‘নালিশ’ তৃণমূলের

Advertisement of Hill 2 Ocean

দিল্লির আবগারি দুর্নীতি মামলার তদন্তে নেমে একাধিকবার, একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। মাস ছয়েক আগেই মণীশ সিসোদিয়া, সত্যেন্দর জৈন-এর পাশাপাশি ইডির হাতে গ্রেফতার হন সঞ্জয় সিং। কিন্তু কারোর কাছ থেকেই নগদ টাকা উদ্ধার করতে পারেনি এজেন্সি।

এদিকে গতকালই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ১৫ দিনের  জেল হেফাজতের নির্দেশ দেয় দিল্লি আদালত। সেই মত তাকে রাখা হয় দিল্লির তিহার জেলে। সেই মামলায় কেজরিওয়ালের অস্বস্তি বাড়লেও, স্বস্তি মিলেছে আপ নেতা তথা সাংসদ সঞ্জয় সিং-এর। আজ সুপ্রিম কোর্টে ওঠে সঞ্জয় সিং-এর মামলার শুনানি। সেখানেই জামিন পান সঞ্জয় সিং। এদিকে কোর্টের প্রশ্নের মুখে পড়ে ইডি কর্তারা। শীর্ষ আদালতের প্রশ্ন, তল্লাশি অভিযানে তার কাছ থেকে কোনও নগদ অর্থ উদ্ধার হয়নি। তবু কেন তাকে গ্রেফতার করে ৬ মাস ধরে জেলে রাখা হল? 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর