ব্যুরো নিউজ, ৯ মার্চ: সপ্তাহান্তে ভোপালের এক সরকারি সচিবালয়ে ঘটল দুর্ঘটনা। সাতসকালে সচিবালয়ে থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। কালো ধোঁয়ায় ঢেকে যায় ওই এলাকা। ঘটনাটি নজরে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল।
পুড়ে ছাই সরকারি সচিবালয়ের বিভিন্ন তথ্য
কলকাতাতেই পূজিত হচ্ছেন অমিতাভ বচ্চন! অমিতাভের মন্দির বানিয়ে নিত্য পুজো করেন ভক্ত
জানা যায়, ওই সরকারি সচিবালয়ের চারতলায় ফাইল ও প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। আর তার জেরেই খব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আর তা থেকেই গল গল করে কালো ধোঁয়া বের হতে থাকে। আর খুব দ্রুত ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। একাধিক দমকল বাহিনীড় চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।
দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রচুর বলে আঁচ করা যাচ্ছে। তবে হতাহতের কোনও খবর মেলেনি। এমনকি কি ভাবে এই অগ্নিকান্ডের সূত্রপাত তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানান, বল্লভ ভবনের চতুর্থ তলে আগুন লেগেছে। তিনি এও জানান, অগ্নিকান্ডের খবর মিলতেই তিনি মুখ্যসচিবকে অগ্নি নির্বাপণের কাজে তদারকির নির্দেশ দেন। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেই নির্দেশ দেন তিনি।