সনৎ বর্মন, ১১ মার্চঃ (Latest News)কোচবিহারের কোনাচাত্রায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।  মঙ্গলবার বিজেপির জেলা যুব মোর্চার সম্পাদক বিবেকানন্দ রায় অভিযোগ করেন,  ‘সোমবার রাতে তাঁর নিজের বাড়ি সহ বিজেপির বুথ সভাপতি নরেন বর্মন, সম্পাদক নিবাস বর্মন এবং যুব মোর্চার সহ সভাপতি অমল বর্মনের বাড়িতে ভাঙচুর ও লুঠপাট চালায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা।

বিজেপির অভিযোগ, তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তৃণমূল ব্লক সভাপতি বিশু রায় প্রামানিক ও স্থানীয় তৃণমূল নেতা উপেন বর্মনের উপস্থিতিতেই দুষ্কৃতীরা হামলা চালায়। তবে বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

এই বিষয়ে  তৃণমূল ব্লক সভাপতি বিশু রায় প্রামানিককে ফোন করা হলে তিনি বলেন, ‘বিজেপির নেতা-কর্মীরা সংশ্লিষ্ট ওই এলাকায় তৃণমূল কর্মীদের বাড়ি গিয়ে ভয়-ভীতি প্রদর্শন করেন। তখন আমরা সেই খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছতেই বিজেপির নেতা-কর্মীরা নিজেদের বাড়ি নিজেরাই ভাংচুর করে তৃণমূলের বিরুদ্ধে দোষারোপ করে। বিজেপির কর্মীরাই ইচ্ছাকৃত ভাবে অশান্তির পরিবেশ তৈরি করছে।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর