দুয়ারে ছাগল

ইভিএম নিউজ ব্যুরো, ৮ এপ্রিলঃ ক্যাম্প থেকে ছাগল পালন করার জন্য লোনের আবেদন করলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বিধানসভার অন্তর্গত দাঁইহাটের পাতাইহাটের বাসিন্দা প্রসেনজিৎ ধর। দুয়ারে সরকার ক্যাম্প থেকে লোনের আবেদন করার পর ছাগল পালন করার জন্য  সরকারের কাছে ২৩০০০ টাকা লোন পান তিনি। বর্তমান সময়ে সরকারি আর্থিক অনুদান পেয়ে বেজায় খুশি প্রসেনজিৎ ধরের পরিবার।

ইতিমধ্যেই তিনি বাড়িতে  ছাগল রাখার  জন্য তৈরি করে ফেলেন একটি  ফার্মও। এই প্রসঙ্গে প্রসেনজিৎ ধর বলেন, কাটোয়া ২ ব্লক প্রাণি সম্পদ বিকাশ দফতরের সহযোগিতায় ২৩০০০ টাকার লোন পেয়েছিলাম ছাগল পালন করার জন্য। এই লোন পেয়ে ছাগল পালনে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছি। প্রানীসম্পদ বিকাশ দফতরের  এই উদ্যোগকে, বিশেষ করে প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক ডা: জয় কিঙ্কর মান্নার  মতো দরদী মানুষকে সাধুবাদ জানিয়েছেন প্রসেনজিৎ বাবু  সহ  তার পরিবার ও এলাকাবাসীরা। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর