
কোচবিহারে বাইসন তান্ডবে মৃত্যু হল এক মহিলার
ইভিএম নিউজ ব্যুরো, ৮ এপ্রিলঃ ফের কোচবিহার জেলায় তান্ডব চালাল বাইসন। যদিও আগের দিনের তুলনায় আজকের তাণ্ডব ছিল ভয়াবহ। ক্ষয়ক্ষতির পরিমানও ছিল অনেকটাই বেশি। কোচবিহার ১ নং ব্লকের হাড়িভাংগা গ্রামে বাইসনের তান্ডবে মৃত ১। আহত প্রায় ৮জন। গ্রামের বাসিন্দা হোসেন মিয়া জানান সকাল থেকে ২ টি বাইসন গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে। বিরেন বর্মন সকালে বাড়ির পেছনে কাজ করতে গেলে অতর্কিত হামলা