ব্যুরো নিউজ,২১ এপ্রিল: শীতের পর বসন্তের আগমন মানেই প্রকৃতির নতুন সাজ। আর সেই সাজ যদি হয় পাহাড়ে ঘেরা শ্রীনগরের টিউলিপ বাগানে, তবে চোখ ফেরানো দায়! কাশ্মীর উপত্যকায় বসন্ত মানেই এক অনন্য রঙের উৎসব, যার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ বাগান – সিরাজ বাগ। প্রতিবছরের মতো এবারও দর্শনার্থীদের জন্য খুলে গেল ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন।
শান্তির মুখোশে লুকানো উত্তেজনার আগুন: কী বললেন মুখ্যমন্ত্রী?
টিউলিপের দেশে রঙের ঝলক
বুধবার থেকে শুরু হয়েছে এই বছরের টিউলিপ ফেস্টিভ্যাল। প্রাকৃতিক সৌন্দর্যের মোড়কে আবৃত এই বাগানে এবার রয়েছে প্রায় ১৭ লক্ষ টিউলিপ ফুল, যা এক নজর দেখতেই হাজারো পর্যটক ভিড় জমাচ্ছেন। বাগানে রয়েছে ৭৫ রকমের টিউলিপ, সঙ্গে ড্যোফোডিল, মুসকারি-সহ আরও নানা প্রজাতির ফুল।
মমতার খামে রাজনৈতিক কৌশল? দিলীপের দরজায় পৌঁছল নবান্ন!
এবারের উৎসব চলবে ২০ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য বাগান খোলা থাকবে। এই ফুলের রাজ্যে এমনকি ছোটদেরও প্রবেশের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বাগানের রঙিন দুনিয়া যেন বাস্তবের কোনও রূপকথা। এই বাগানের সৌন্দর্যের পিছনে রয়েছে প্রায় ১০০ জন অভিজ্ঞ মালির ছয় মাসের পরিশ্রম। প্রতিটি ফুলকে ঠিক মতো পরিচর্যা করে এমন চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে, যা দেখে মন ভরে যাবে যে কোনও পর্যটকের।
গত বছর এই বাগান দেখতে ভিড় করেছিলেন প্রায় ৪.৫ লক্ষ মানুষ। এবছর সেই সংখ্যাকে ছাপিয়ে যাওয়ার আশা করছে কর্তৃপক্ষ। কারণ শুধু এই বাগানই নয়, পুরো কাশ্মীর উপত্যকাই এই সময় রঙে রঙে রাঙিয়ে ওঠে। শীত পেরিয়ে বসন্তে প্রকৃতি যখন রঙিন পোশাক পরে, তখন শ্রীনগরের এই টিউলিপ বাগান হয়ে ওঠে ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। চোখজুড়ানো সৌন্দর্য আর ফুলের ঘ্রাণে মেতে উঠতে চাইলে, এপ্রিলের ২০ তারিখের আগে অবশ্যই একবার ঘুরে আসুন এই রঙিন রাজ্য থেকে।