ব্যুরো নিউজ,৮ মার্চ:সোনা পাচারের অভিযোগে গ্রেফতার হওয়া কন্নড় অভিনেত্রী রান্যা দাবি করেছেন, তিনি নির্দোষ এবং তাঁকে ফাঁসানো হচ্ছে। তবে তদন্তকারীদের জেরার মুখে তিনি ভেঙে পড়েছেন বলেও সূত্রের খবর।
উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের পড়ুয়ারা কি সময়মতো বই পাবে? প্রকাশকদের উদ্বেগ
🔹 কীভাবে ধরা পড়লেন অভিনেত্রী?
গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আটক করা হয়। তাঁর কাছ থেকে প্রায় ১২ কোটি টাকার সোনা উদ্ধার করা হয়েছে। বর্তমানে রাজস্ব গোয়েন্দা বিভাগ (ডিআরআই) তাঁকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে।
🔹 তদন্তে উঠে আসা চাঞ্চল্যকর তথ্য
- রান্যার স্বীকারোক্তি অনুযায়ী, তাঁর কাছে ১৭টি সোনার বার ছিল।
- তিনি শুধু দুবাই নয়, ইউরোপ, আমেরিকা এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশেও ঘন ঘন যাতায়াত করেছেন।
- তদন্তকারীরা নিশ্চিত হতে চাইছেন, তিনি সত্যিই পাচারচক্রের ফাঁদে পড়েছেন, নাকি সরাসরি এর সঙ্গে যুক্ত?
🔹 বড় প্রশ্ন: কীভাবে জড়ালেন তিনি?
রান্যা সম্ভ্রান্ত ও বিত্তশালী পরিবারের সদস্য, তা সত্ত্বেও তিনি কীভাবে সোনা পাচারের মতো অপরাধে জড়িয়ে পড়লেন, তা ভাবাচ্ছে তদন্তকারীদের।
- তাঁর স্বামী যতীন হুক্কেরি ব্রিটেনের এক তথ্যপ্রযুক্তি সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা।
- তাহলে কি তাঁর ঘনিষ্ঠ বৃত্তের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত?
জাল ওষুধের রমরমাঃ সতর্কতা বাড়াচ্ছে প্রশাসন ও ব্যবসায়ীরা
🔹 তদন্ত কীভাবে এগোচ্ছে?
ডিআরআই ইতিমধ্যেই রান্যার মোবাইল ও ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে।
- তাঁর যোগাযোগের তালিকা তৈরি করা হচ্ছে এবং কারও এই চক্রের সঙ্গে সংযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
- গত দুই বছরের ব্যাংক লেনদেন ও নথিও খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারীরা এখন নিশ্চিত হতে চাইছেন, রান্যা অজ্ঞাতে কোনও ষড়যন্ত্রের শিকার হয়েছেন, নাকি তিনি ইচ্ছাকৃতভাবে এই চক্রের অংশ হয়েছেন।