ব্ল্যাকস্টোনের নজরে কলকাতার সাউথ সিটি মল

ব্যুরো নিউজ,৮ মার্চ:পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম শপিং মল, কলকাতার সাউথ সিটি মল, এবার কিনে নিতে পারে মার্কিন বিনিয়োগকারী সংস্থা ব্ল্যাকস্টোন। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনও চুক্তি হয়নি, তবে সূত্রের খবর, আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হতে পারে।

আন্তর্জাতিক নারী দিবসে সম্পূর্ণ মহিলা পরিচালিত হতে চলেছে কোচবিহার রেল স্টেশন

সাউথ সিটি মল: কলকাতার কেনাকাটার প্রাণকেন্দ্র

২০০৮ সালে পথচলা শুরু করা সাউথ সিটি মল কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং এবং বিনোদন কেন্দ্র। প্রিন্স আনোয়ার শাহ রোডে অবস্থিত এই মলটির মোট আয়তন প্রায় ১২.৫ লাখ বর্গফুট, যার মধ্যে প্রায় ৬.৫ লাখ বর্গফুট জায়গা ব্যবসার জন্য লিজ দেওয়া হয়েছে

এখানে প্রতি বছর প্রায় ২ কোটি মানুষ আসেন, এবং বার্ষিক লেনদেনের পরিমাণ প্রায় ১৮০০ কোটি টাকা। পুজোর সময় এই মলে বিশাল ভিড় হয়, যেখানে প্রতি সপ্তাহান্তে গড়ে ৭৫,০০০ থেকে ১.৫ লাখ মানুষ আসেন।

ব্ল্যাকস্টোন কেন কলকাতার বাজারে আসতে আগ্রহী?

ব্ল্যাকস্টোন ১৯৮৫ সালে পিটার জি পিটারসন এবং স্টিফেন শোয়ার্জম্যানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এটি বিশ্বব্যাপী রিয়েল এস্টেট, বিনিয়োগ ও ফিনান্স খাতে কাজ করে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সাউথ সিটি মলের সম্ভাব্য অধিগ্রহণমূল্য প্রায় ৩৫০০ কোটি টাকা

আন্তর্জাতিক নারী দিবসের সংগ্রামের ইতিহাস ও উদযাপনের পথচলা

সূত্র বলছে, গত কয়েক মাস ধরে এই চুক্তি নিয়ে আলোচনা চলছে, কারণ ব্ল্যাকস্টোন কলকাতার রিয়েল এস্টেট বাজারে প্রবেশ করতে অত্যন্ত আগ্রহী। এমনকি, শ্রীলঙ্কায় সাউথ সিটির একটি প্রকল্পও এই চুক্তির অংশ হতে পারে

আগামী দিনে কী হতে পারে?

যদিও এখনো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে বিশেষজ্ঞদের মতে, এক পক্ষ কাল অথবা আগামী দুই মাসের মধ্যেই চুক্তিটি চূড়ান্ত হতে পারে। রিয়েল এস্টেট বাজারে এটি একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে ধরা হচ্ছে, যা ভবিষ্যতে কলকাতার অর্থনীতিতেও বড় ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর