শ্বেতদ্রোণ বা ধুলফি শাক

ব্যুরো নিউজ,৭ ফেব্রুয়ারি :গ্রামবাংলায় জন্মানো নানা আগাছার মধ্যে অন্যতম হল শ্বেতদ্রোণ বা ধুলফি শাক। এই শাকে রয়েছে অসাধারণ ঔষধি গুণ যা আমাদের শরীরের নানা সমস্যার সমাধান করতে পারে। সর্দি-কাশি, চর্মরোগ, হাঁটুর ব্যথা, কৃমি, এমনকি আমাশয় রোগেও এটি দারুণ উপকারী।

সকালের স্পেশাল জলখাবার পালংশাকের কচুরি ও কড়াইশুটির আলু জিরা। রইল রেসিপি

এই শাকের উপকারিতা:

সর্দি-কাশি: শ্বেতদ্রোণ পাতার রস গরম করে মধুর সঙ্গে মিশিয়ে খেলে সর্দি-কাশির উপশম হয়।

চর্মরোগ ও চুলকানি: পাতার রস বেটে সারা শরীরে মাখলে চর্মরোগ ও চুলকানি থেকে মুক্তি পাওয়া যায়।

কৃমি দূর করতে: পাতার রসের সঙ্গে অল্প লবণ মিশিয়ে খেলে কৃমির সমস্যা কমে।

আমাশয় রোগে: শ্বেতদ্রোণ পাতার সঙ্গে গোলমরিচ পিষে খেলে আমাশয়ের উপশম হয়।

পেট ফাঁপা ও বদহজম: এই শাক খেলে হজমের সমস্যা দূর হয় ও পেট ফাঁপা কমে।

মহিলাদের স্বাস্থ্য: অতিরিক্ত রক্তপাত হলে এই গাছের ব্যবহার উপকারী বলে মনে করেন ভেষজ চিকিৎসকরা।

ডিমের কুসুমের আসল নাম জানেন? অনেকেই জানেন না

শ্বেতদ্রোণ চেনার উপায়

  • পাতাগুলি লম্বাটে ও খাঁজকাটা।
  • গাছের কাণ্ড হালকা, গিঁটযুক্ত ও ভঙ্গুর।
  • সারা বছরই এতে ছোট ছোট ফুল ফোটে, যা মধু উৎপন্ন করে।

এই শাক ঝোপঝাড় বা ফসলের ক্ষেতে আগাছা হিসেবে জন্মায়, তবে ভেষজ চিকিৎসায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খাবারে শ্বেতদ্রোণ শাক যোগ করলে সুস্থ থাকা সহজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর