ব্যুরো নিউজ,৭ ফেব্রুয়ারি :পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলা আগামী ২৫ মার্চ সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠতে চলেছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রকাশিত অ্যাডভান্স লিস্টে জানানো হয়েছে, এই দিন মামলাটি তালিকাভুক্ত হয়েছে। যদিও কোন বেঞ্চে শুনানি হবে, তা এখনও নিশ্চিত হয়নি।
পশ্চিমবঙ্গে বৃষ্টি ও তাপমাত্রার পরিবর্তনঃ কোথায় কবে বৃষ্টি, কোথায় বাড়বে গরম?
ডিএ মামলার অগ্রগতি ও কর্মীদের প্রতিক্রিয়া
রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ জানিয়েছে, “সুপ্রিম কোর্টের লিস্ট অনুযায়ী ২৫ মার্চ মামলাটি উঠছে, তবে বেঞ্চ ও সিরিয়াল নম্বর জানা গেলে কর্মচারীদের জানিয়ে দেওয়া হবে।”এদিকে ইউনিটি ফোরামের আহ্বায়ক মৃণ্ময় শ্রীমাণী জানিয়েছেন, “এই প্রথমবার ডিএ মামলা সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে প্রথম ১০০-র মধ্যে এসেছে (৯৫ নম্বরে)। এটি আমাদের আইনি লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।”
১ এপ্রিল থেকে ডিএ বৃদ্ধি, আদালতের রায় নিয়ে আশায় কর্মীরা
পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই বাজেটে ঘোষণা করেছে যে ২০২৫ সালের ১ এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ৪% বাড়বে, ফলে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় তারা ১৮% হারে মহার্ঘ ভাতা পাবেন।
আইপিএলে কড়া নিয়ম চালু করল বিসিসিআই, মানতে হবে ১৫টি নির্দেশিকা
তবে ২০১৬ সাল থেকে চলা বকেয়া ডিএ-এর দাবিতে কর্মচারীরা দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। বর্তমানে সুপ্রিম কোর্টে যে মামলা রয়েছে, সেটি ২০২২ সালের নভেম্বরে দায়ের হওয়া স্পেশাল লিভ পিটিশন (SLP)-এর ভিত্তিতে চলছে।কর্মচারীরা আশা করছেন, সুপ্রিম কোর্ট থেকে শীঘ্রই ইতিবাচক রায় আসবে, যা তাদের দীর্ঘদিনের দাবিকে স্বীকৃতি দেবে।