আবার ভারতের জার্সিতে সুনীল ছেত্রী

ব্যুরো নিউজ,৭ ফেব্রুয়ারি :ভারতীয় ফুটবলে ফিরে এলেন সুনীল ছেত্রী! গত বছর জুনে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছিলেন, কিন্তু মাত্র ৯ মাস পরই ফের জাতীয় দলে ফিরছেন ভারতীয় ফুটবলের এই কিংবদন্তি। ১৯ মার্চ মলদ্বীপের বিরুদ্ধে ভারতের হয়ে মাঠে নামতে পারেন তিনি।

অ্যামিলিয়া কেরের বিধ্বংসী বোলিং, হেইলি ম্যাথেউজের দুরন্ত ব্যাটিং— জয় মুম্বই ইন্ডিয়ান্সের

ভারতীয় ফুটবলে কিংবদন্তির প্রত্যাবর্তন

বৃহস্পতিবার ভারতীয় ফুটবল সংস্থা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুনীলের ফেরার ঘোষণা দেয়। পোস্টে লেখা হয়, “সুনীল ছেত্রী ফিরছেন! আমাদের অধিনায়ক, নেতা এবং কিংবদন্তি আবার জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন।”মার্চে ভারতের দুটি আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। ১৯ মার্চ মলদ্বীপের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ এবং ২৫ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। দুটিই হবে শিলংয়ে, যেখানে মাঠে দেখা যেতে পারে ৪০ বছর বয়সি ছেত্রীকে।

সুনীলের কৃতিত্ব ও অবদান

২০০২ সালে মোহনবাগানের হয়ে পেশাদার ফুটবল জীবন শুরু করা ছেত্রী এখনও বেঙ্গালুরু এফসি-র হয়ে খেলছেন। ২০০৭, ২০০৯, ২০১২ সালে নেহেরু কাপ এবং চারবার (২০১১, ২০১৫, ২০২১, ২০২৩) সাফ কাপ জিতেছেন। ২০০৮ সালে এএফসি চ্যালেঞ্জ কাপ জিতে ভারতকে ২৭ বছর পর এশিয়ান কাপে যোগ্যতা পাইয়ে দিয়েছিলেন।১৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ভারতের হয়ে ১৫০টি ম্যাচ খেলেছেন ও ৯৪টি গোল করেছেন। ২০০৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই গোল করেছিলেন।

শামির রোজা না রাখা নিয়ে বিতর্ক, রোহিতকে ‘মোটা’ বলা কংগ্রেস নেত্রী শামা মহম্মদ আবার কি বললেন?

নতুন দলে নতুন চ্যালেঞ্জ

কোচ মানোলো মার্কুয়েজ ভারতের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন। আক্রমণভাগে সুনীল ছাড়াও রয়েছেন ফারুখ চৌধুরী, ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে ও মনবীর সিংহ।তবে দলে নেই অভিজ্ঞ গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধু। তাঁর পরিবর্তে গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন অমরিন্দর সিংহ, গুরমিত সিংহ ও বিশাল কাইত।সুনীলের প্রত্যাবর্তন নিয়ে ফুটবলপ্রেমীরা উচ্ছ্বসিত। ভারতীয় দল কতটা উপকৃত হয়, তা দেখা যাবে আসন্ন ম্যাচে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর