ব্যুরো নিউজ,৬ ফেব্রুয়ারি:পেঁয়াজের রস চুলের জন্য অত্যন্ত উপকারী। এটি চুল পড়া কমায়, খুশকি দূর করে এবং মাথার ত্বকে পুষ্টি জোগায়। পেঁয়াজে থাকা সালফার, ভিটামিন সি, বি৯, বি৬ ও পটাশিয়াম চুলের বৃদ্ধিতে সহায়ক। অনেকে পেঁয়াজের রস সরাসরি চুলে মাখেন বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নেন। তবে পেঁয়াজের হেয়ার মাস্ক আরও কার্যকরী হতে পারে।
৩টি সহজ পেঁয়াজ হেয়ার মাস্ক
১️⃣ পেঁয়াজ ও অ্যালো ভেরা মাস্ক
✅ উপকরণ:
🔹 ২ টেবিল চামচ অ্যালো ভেরা জেল
🔹 ২ টেবিল চামচ পেঁয়াজের রস
✅ ব্যবহার:
✔️ শ্যাম্পু করা পরিষ্কার চুলে মিশ্রণটি লাগান।
✔️ ২০ মিনিট অপেক্ষা করুন, তারপর মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
✔️ শীতের রুক্ষ চুল ও খুশকির সমস্যায় এটি কার্যকরী।
2️⃣ মেথি, টক দই ও পেঁয়াজের হেয়ার মাস্ক
✅ উপকরণ:
🔹 ২ টেবিল চামচ ভেজানো মেথি
🔹 ১টি ছোট পেঁয়াজ
🔹 ২ চামচ নারকেল তেল
🔹 ২ চামচ টক দই
✅ ব্যবহার:
✔️ সব উপকরণ মিশিয়ে পেস্ট তৈরি করুন।
✔️ পরিষ্কার চুলে লাগিয়ে হালকা হাতে মাসাজ করুন।
✔️ ২০ মিনিট পর ধুয়ে ফেলুন এবং প্রয়োজনে শ্যাম্পু করুন।
✔️ এটি চুলের উজ্জ্বলতা বাড়ায় ও চুল মজবুত করে।
সকালের জলখাবারে স্বাস্থ্যকর কোন খাবার রাখবেন, কোনটা এড়াবেন? জানুন
3️⃣ পেঁয়াজ ও অলিভ অয়েল মাস্ক
✅ উপকরণ:
🔹 ১টি ছোট পেঁয়াজ বাটা
🔹 ২ টেবিল চামচ অলিভ অয়েল
✅ ব্যবহার:
✔️ মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে হালকা মাসাজ করুন।
✔️ ৩০ মিনিট পর শ্যাম্পু করুন।
✔️ এটি রুক্ষ চুল নরম করে ও চুলের বৃদ্ধি বাড়ায়।