ব্যুরো নিউজ,৬ ফেব্রুয়ারি:টেলিপাড়ার জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। ‘কৃষ্ণকলি’ থেকে ‘খড়কুটো’, দর্শকদের মনে তারা কখনও ‘নিখিল-শ্যামা’, কখনও ‘গুনগুন-সৌজন্য’। কিন্তু পর্দার বাইরেও তাদের সম্পর্ক ছিল বাস্তবের লাভ স্টোরি। দক্ষিণ কলকাতার কোচিং সেন্টারে আলাপ, বন্ধুত্ব, তারপর প্রেম। সেই প্রেম পেরিয়েছে ১২ বছর, বিয়ে হয়েছে ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি।কিন্তু সুখী দাম্পত্যের আড়ালে গুঞ্জনের ঝড় উঠছে বারবার!
জি বাংলার নতুন চমক! ‘তুই আমার হিরো’-র প্রোমোয় সুপারস্টার দেব!
বিচ্ছেদের গুঞ্জন কেন?
টেলিপাড়ার গুঞ্জন, বিয়ের ছ’মাসের মধ্যেই সম্পর্কে ফাটল ধরেছিল। যদিও নীল-তৃণা বরাবর বলেছেন, সব ভালো চলছে। এমনকি তারা যুগল বিজ্ঞাপনী ছবিতে কাজ করেছেন, পোশাকের বুটিক খুলেছেন। কিন্তু ফিসফাস থামেনি।
সম্প্রতি নতুন গুঞ্জন— চার বছরের চুক্তির বিয়ে ছিল নীল-তৃণার! সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে ৫ ফেব্রুয়ারি, এবং তারা আইনি বিচ্ছেদের পথে হাঁটছেন।
আরও চাঞ্চল্যকর দাবি!
🔹 নীল নাকি এক নেতার মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
🔹 তৃণারও নাকি অন্যদিকে মন ঝুঁকেছে।
এপ্রিল মাসে মঙ্গলের গোচর! ভাগ্য খুলতে চলেছে এই ৩ রাশির
নীল-তৃণার প্রতিক্রিয়া
এ ব্যাপারে নীল ফোন ধরেননি, তিনি ব্যস্ত ‘অমর সঙ্গী’ ধারাবাহিকের শুটিংয়ে। তৃণাও ‘পরশুরাম’-এর মুক্তির অপেক্ষায়। তবে তিনি ছোট্ট বার্তায় স্পষ্ট জানান— “সব মিথ্যে, সব ভুয়ো!”
তবে সত্যিটা কী? সময়ই দেবে সেই উত্তর!