শীতকালে বিয়ের ধুম লেগে যায় কেন? জানলে অবাক হবেন

ব্যুরো নিউজ,৪ ফেব্রুয়ারি:শীতকাল আর বিয়ের এক বিশেষ সম্পর্ক আছে। এই ঋতুতে বিয়ের ধুম লেগে যায়, কারণ শীতের আবহাওয়া বিয়ের আয়োজনকে আরও সুন্দর ও সহজ করে তোলে। আসুন জেনে নিই শীতকালে বিয়ে করলে কী কী মজার সুবিধা পাওয়া যায়!

এক ফোটা নারকেল তেলেই ফিরবে উজ্জ্বল যৌবন! জানুন এর দারুণ উপকারিতা

কেন জানুন

১. কাজের চাপ কম অনুভূত হয়

বিয়ের আয়োজনে প্রচুর দৌড়ঝাঁপ করতে হয়। গরমের দিনে একটু দৌড়ালেই ঘাম ও ক্লান্তি এসে যায়, কিন্তু শীতে স্বস্তিতে কাজ করা যায়। ফলে সকলে আনন্দের সঙ্গে বিয়ের আয়োজন করতে পারেন।

২. সাজগোজ থাকে দীর্ঘস্থায়ী

গরমের সময় মেকআপ গলে যায় বা নষ্ট হয়ে যায়, কিন্তু শীতে মেকআপ ও সাজগোজ দীর্ঘক্ষণ সুন্দর থাকে। তাই বর-কনে থেকে অতিথি—সবাই বেশ স্টাইলিশ থাকতে পারেন।

৩. প্রাকৃতিক ফুলের ব্যবহারে সাজ আরও সুন্দর

শীতে নানান রঙিন ফুল পাওয়া যায়, যেমন গাঁদা, গোলাপ, রজনীগন্ধা, অর্কিড ইত্যাদি। ফলে কৃত্রিম ফুলের পরিবর্তে আসল ফুল দিয়ে বিয়ের মণ্ডপ সাজানো যায়

৪. খাবারের স্বাদ বেশি উপভোগ করা যায়

গরমের দিনে তেল-মশলাদার খাবার ভারী লাগে, কিন্তু শীতে খাওয়ার মজা দ্বিগুণ! বেশি খাবার খেলেও অস্বস্তি হয় না বা ঘাম হয় না

কাঁধ ও পাঁজরের ব্যথা কমাতে অভ্যাস করুন পরিঘাসন শিখে নিন এই আসন করার সহজ পদ্ধতি 

৫. ছুটির সুবিধায় আত্মীয়রা সবাই একসঙ্গে

বেশিরভাগ স্কুলের বার্ষিক পরীক্ষা নভেম্বরেই শেষ হয়ে যায়। ডিসেম্বরে ছুটি থাকে, ফলে পরিবারের সবাই একসঙ্গে সময় কাটাতে পারেন

তাই শীতকালই বিয়ের সেরা সময়!

বিয়ের আনন্দ উপভোগ করতে এবং আয়োজন স্বস্তিতে সারতে শীতকাল আদর্শ সময়। এ কারণেই অনেকেই এই ঋতুকে বিয়ের জন্য বেছে নেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর