বিশ্ব বন্যপ্রাণী দিবসে সংরক্ষণের বার্তা সচিন-মোদী-রিজিজুর পোস্ট ভাইরাল

ব্যুরো নিউজ,৪ ফেব্রুয়ারি:সোমবার ছিল বিশ্ব বন্যপ্রাণী দিবস, আর এই বিশেষ দিনে প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণের গুরুত্ব নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর, এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। ভারত সমৃদ্ধ বন্যপ্রাণ ও অরণ্যের দেশ, তাই তাদের সুরক্ষা করা আমাদের দায়িত্ব—এই বার্তাই তাঁরা সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন।

শিক্ষামন্ত্রীর গাড়ি নিয়ে বিতর্ক! যাদবপুরে ছাত্র আহত

সচিনের বার্তা: প্রকৃতির সঙ্গে সংযোগ

সচিন তেন্ডুলকর জঙ্গল সফরের কিছু ছবি এক্স (টুইটার)-এ শেয়ার করে লেখেন,
“বনে কোনো ওয়াই-ফাই নেই, তবুও এটি আপনাকে প্রকৃতির সঙ্গে গভীরভাবে সংযুক্ত রাখে।”
তিনি আরও বলেন, “প্রতি সফরেই প্রকৃতি আমাদের নতুন কিছু শেখায়। তাই আসুন, এই অমূল্য সম্পদকে সম্মান করি, রক্ষা করি এবং সংরক্ষণ করি।”

মোদীর গির সফর ও এশিয়াটিক সিংহ সংরক্ষণের বার্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনে গুজরাটের গির অরণ্যে সাফারি করেন। তিনি হুড খোলা জিপে দাঁড়িয়ে রাজকীয় এশিয়াটিক সিংহ দেখার মুহূর্ত শেয়ার করেন। তাঁর পোশাকও ছিল নজরকাড়া—মিলিটারি প্রিন্টের শার্ট ও অফ-হোয়াইট জ্যাকেট, যেখানে ছিল সিংহের থাবার ছাপ

নিউ মার্কেটে বেআইনি হকারদের দাপট, পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট হকার সংগ্রাম কমিটি

ছবিগুলি পোস্ট করে মোদী লেখেন,
“গিরে আসার ফলে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ের স্মৃতি মনে পড়ছে। বহু বছরের সম্মিলিত প্রচেষ্টায় এশিয়াটিক সিংহের সংখ্যা বেড়েছে। উপজাতি সম্প্রদায় ও স্থানীয় মহিলাদের ভূমিকা এতে প্রশংসনীয়।”

রিজিজুর ‘জঙ্গল আছে তাই জীবন আছে’ বার্তা

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তাঁর কাজিরাঙা জাতীয় উদ্যান সফরের একটি ভিডিও শেয়ার করে লেখেন
“জঙ্গল আছে, তাই জীবন আছে! আসুন, আমরা বন্যপ্রাণ ও তাদের আবাসস্থল রক্ষার সংকল্প গ্রহণ করি।”

সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার বার্তা

বিশ্ব বন্যপ্রাণী দিবসে এই ব্যক্তিত্বরা প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেছেন। তাদের বার্তা স্পষ্ট—পরিবেশ রক্ষা মানেই ভবিষ্যৎ রক্ষা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর