রাজ্য পুলিশে আসছে ডেয়ারডেভিল মোটরবাইক বাহিনী! চলছে প্রস্তুতি

ব্যুরো নিউজ,১ মার্চ :কলকাতা পুলিশের ধাঁচে এবার রাজ্য পুলিশও গঠন করতে চলেছে নিজেদের ডেয়ারডেভিল মোটরবাইক বাহিনী। এই বাহিনীতে থাকা সদস্যরা চলন্ত বাইকে নানা রকম শারীরিক কসরত ও প্রদর্শনী দেখাবেন। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিট, জেলা পুলিশ এবং কমিশনারেটের কাছে বার্তা পাঠানো হয়েছে, যেখানে আগ্রহী পুলিশকর্মী ও অফিসারদের নাম পাঠানোর অনুরোধ করা হয়েছে।

ভারতে আসছেন মেসি? শতদ্রুর পোস্ট ঘিরে ফুটবলপ্রেমীদের জল্পনা তুঙ্গে

৭ মার্চের মধ্যে আগ্রহী সদস্যদের তালিকা পাঠানোর নির্দেশ

রাজ্য পুলিশের ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমি থেকে পাঠানো নির্দেশে বলা হয়েছে, যেসব পুলিশ সদস্যের বয়স ৩০ বছরের নিচে, বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে এবং বাইকের কসরত দেখানোর ইচ্ছা আছে, তারা এই দলে যোগ দিতে পারবেন। আগ্রহীরা নিজেদের ইউনিট প্রধান, জেলা পুলিশ সুপার বা পুলিশ কমিশনারের কাছে আবেদন জানাতে পারবেন। আগামী ৭ মার্চের মধ্যে আগ্রহী সদস্যদের তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

একজন পুলিশ কর্তা জানিয়েছেন, আগামী স্বাধীনতা দিবসের আগেই এই বিশেষ বাহিনী গঠনের পরিকল্পনা চলছে। বাহিনী তৈরি হয়ে গেলে তারা স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিভিন্ন ধরনের শারীরিক কসরত দেখাবে। এর আগে শুধুমাত্র কলকাতা পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে এমন মোটরবাইক স্টান্ট টিম ছিল, তবে এবার রাজ্য পুলিশেরও এই উদ্যোগ রাজ্যের জন্য গর্বের বিষয় হতে চলেছে।এই বাহিনীর মূল আকর্ষণ হবে চলন্ত মোটরবাইকে মানুষের পিরামিড তৈরি, একাধিক বাইকের সমন্বয়ে বিভিন্ন ধরনের শারীরিক কসরত এবং সাহসিকতার পরীক্ষা। বর্তমানে খুব কম রাজ্যের পুলিশের মধ্যে এই ধরনের বাহিনী রয়েছে, ফলে রাজ্য পুলিশের নতুন এই উদ্যোগ বেশ আকর্ষণীয় হতে চলেছে।

উত্তরাখণ্ডে তুষারধস চলছে যুদ্ধকালীন উদ্ধারকাজ, এখনও আটকে ২৪ শ্রমিক

প্রসঙ্গত, যখন রাজীব কুমার কলকাতা পুলিশের নগরপাল ছিলেন, তখন তিনি কলকাতা পুলিশের ডেয়ারডেভিল বাহিনী তৈরি করেছিলেন। এখন তিনি রাজ্য পুলিশের ডিজি, এবং তার হাত ধরেই এবার রাজ্য পুলিশের ডেয়ারডেভিল বাহিনী আত্মপ্রকাশ করতে চলেছে।এই বিশেষ মোটরবাইক বাহিনী রাজ্যের পুলিশ বাহিনীতে নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন পুলিশ মহল। আগামী দিনে তারা শুধু জাতীয় অনুষ্ঠানে নয়, রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ মিছিল ও প্রদর্শনীতে অংশ নিতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর