তিন দশক ধরে লাগাতার ধর্ষণ করেছে ৩০০ শিশু রোগীদের

ব্যুরো নিউজ, ২৫ ফেব্রুয়ারি:চিকিৎসক যেখানে ভগবান সেখানে এ ধরনের ঘটনাও ঘটতে পারে যা মানুষের ভাবনা চিন্তার বাইরে।চিকিৎসাধীন ৩০০ রোগীকে ধর্ষণের অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। ঘাবরাবেন না ঘটনাটি আমাদের দেশের নয় এই চিকিৎসক ফ্রান্সের প্রাক্তন এক শল্য চিকিৎসক নাম লি স্কোয়ার নেক যার বয়স ৭৪ বছর।

এই মশলা ভেজানো জল কিন্তু ডিটক্স পানীয়, রয়েছে প্রচুর উপকারিতা

কি জানা যাচ্ছে?

সেদেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে এই চিকিৎসকের বাড়ি থেকে বেশ কিছু নথি ডাইরি উদ্ধার হয়েছে এবং চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। এই ডাইরিতে ওই চিকিৎসক ৩ দশক ধরে কিভাবে ধর্ষণ করেছেন তার বর্ণনা লিখে রেখেছিলেন। তদন্তকারীরা জানাচ্ছেন চিকিৎসকের লালসার শিকার হতো বেশিরভাগ শিশুরা তার মধ্যে ছেলে এবং মেয়ে উভয় রয়েছে।

জানা যাচ্ছে হাসপাতালে ঘরে যখন একা থাকতো ওই রোগীরা তখনই তাদের লালসার শিকার বানাতেন ওই চিকিৎসক। তিন দশকেরও বেশি সময় ধরে রোগীদের এভাবেই শিকার বানিয়েছেন ওই চিকিৎসক । জেরায় তিনি এও জানিয়েছেন রোগীদের অচৈতন্য করে অভিযুক্ত চিকিৎসক তাদের ধর্ষণ করতেন। এদের মধ্যে সকলেই শিশু ছিল। ইতিমধ্যেই চিকিৎসকের বাড়ি থেকে তিন লক্ষেরও বেশি অশ্লীল ছবি এবং ভিডিও উদ্ধার হয়েছে বলে দাবি করেছেন তদন্তকারী আধিকারিকরা।

ভিটামিন ডি সমৃদ্ধ এই ৫টি ড্রাই ফ্রুটস আপনার হাড় শক্ত ও মজবুত করবে

যদিও লি আদালতে এই এই অভিযোগ স্বীকার করেছেন এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন তবে সব অভিযোগ সত্য নয় এও তিনি আদালতে জানিয়েছেন। ফ্রান্সে হতে পারে বলে জানতে পারা যাচ্ছে। সোমবার ফ্রান্সের ভ্যানেস এর ট্রায়াল কোর্টে তোলা হয় ওই অভিযুক্ত চিকিৎসককে। এই ঘটনা যদি সত্য প্রমাণিত হয় তবে ওই চিকিৎসকের কুড়ি বছর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিতে পারে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর