সদ্যোজাত ও শিশু চিকিৎসকদের উদ্যোগে ‘নিও পেডিকন’ সম্মেলন অনুষ্ঠিত হলো

ব্যুরো নিউজ,২৪ ফেব্রুয়ারি:সদ্যোজাত এবং শিশুদের চিকিৎসা পরিষেবাকে আরও উন্নত ও আধুনিক স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্যে চিকিৎসকদের সমষ্টিগত উদ্যোগ অপরিহার্য। এ জন্যই রবিবার নিউ টাউনে অনুষ্ঠিত হলো ‘নিও পেডিকন’ সম্মেলন, যেখানে সদ্যোজাত ও শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা একত্রিত হয়ে তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করেছেন। শহরের একটি বেসরকারি হাসপাতাল এই সম্মেলনের আয়োজন করেছিল।সম্মেলনের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষ। তিনি বলেন, ‘‘সদ্যোজাত এবং শিশুকে চিকিৎসা দিতে হবে যথাযথ পদ্ধতি মেনে। পূর্ববর্তী তথ্যপ্রমাণের ভিত্তিতে যে ওষুধ কার্যকর, সেটি প্রয়োগ করা উচিত। এটি শুধু শিশুকে সুস্থ করতে সাহায্য করবে, বরং ভবিষ্যতের গবেষণায়ও সহায়ক হতে পারে।’’

কলকাতা মেট্রোর নতুন পরিকল্পনায় যাত্রী পাওয়া যাবে কি?

নতুন দৃষ্টিভঙ্গি

তাঁর মতে, এই ধরনের পদ্ধতি কেবল শিশুদের উন্নত চিকিৎসায় সহায়ক নয়, বরং আইনি ক্ষেত্রে ও কাজে আসতে পারে।সম্মেলনে নেওটিয়া-ভাগীরথী হাসপাতালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুমা বন্দ্যোপাধ্যায় জানালেন, হাসপাতাল সংলগ্ন জায়গায় একটি নতুন চিকিৎসা কেন্দ্র তৈরির পরিকল্পনা চলছে, যা শিশুরোগ চিকিৎসার উৎকর্ষ কেন্দ্রে পরিণত হবে। রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তের শিশুরোগ বিশেষজ্ঞদের সঙ্গে এই সম্মেলন আয়োজনের উদ্দেশ্য ছিল, শিশুরোগ চিকিৎসার উৎকর্ষতা অর্জনের জন্য কীভাবে নতুন পদক্ষেপ গ্রহণ করা যায়।সম্মেলনে স্নায়ুবিক বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের চিকিৎসার বিষয়েও আলোচনা হয়। চিকিৎসক সমীর হাসান দলওয়াই এ বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

তিনি বলেন, শিশুদের মধ্যে স্নায়ুবিক সমস্যাগুলি বেশ গোপনীয় হয় এবং তার সঠিক চিকিৎসা প্রক্রিয়া জানার জন্য বিশেষ যত্ন নেওয়া দরকার।আলোচনায় উঠে আসে যে, শিশুদের উচ্চতা ও ওজন মাপার প্রচলন থাকলেও, রক্তচাপ মাপার চল তেমন নেই। চিকিৎসক সুমন্ত্রকুমার রাউত জানান, ‘‘সুস্থ শিশুদের ক্ষেত্রে বছরে একবার রক্তচাপ মাপলেই যথেষ্ট, তবে যাদের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে নিয়মিত রক্তচাপ মাপা উচিত।’’ এর মাধ্যমে সঠিক সময়ে সমস্যাগুলি চিহ্নিত করা সম্ভব হবে।সম্মেলনে ‘নেফ্রো-ইউরো-কেয়ার’ নিয়েও আলোচনা হয়। সুমন্ত্র বলেন, অনেক শিশুর মাঝে মাঝে প্রস্রাবে সংক্রমণ হয়, এবং এর সঠিক কারণ খুঁজে বের করা জরুরি। নাহলে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে।

তামিলনাড়ুর ‘আম্মা’ জয়ললিতার জন্মদিনে জানুন তাঁর জীবনের অজানা কিছু বিশেষ দিক

এই ক্ষেত্রে নেফ্রোলজিস্ট এবং ইউরোলজিস্টদের মধ্যে সমন্বয় প্রয়োজন।বিশেষজ্ঞ চিকিৎসক মিহির সরকার এবং অন্যান্যরা মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া ও স্ক্রাব টাইফাসসহ অন্যান্য সংক্রমণের ক্ষেত্রে কীভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে তা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি মা ও সদ্যোজাতকে একসঙ্গে রেখে চিকিৎসার প্রয়োজনীয়তা এবং এর সফলতা নিয়ে নিওনেটালজিস্ট অরুণ সিংহ আলোচনা করেন।এটি পরিষ্কার যে, সদ্যোজাত এবং শিশুদের উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের মধ্যে সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধরনের সম্মেলন সেই উদ্যোগকে আরও কার্যকরী করার জন্য একটি ভালো পদক্ষেপ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর