ব্যুরো নিউজ,২১ ফেব্রুয়ারি :কলকাতা পুরসভার ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট নিয়ে কোনো বড় পরিকল্পনার দিশা দেখতে পেল না শহরবাসী। ঘাটতি বেড়ে যাওয়া এবং কর সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার সমস্যায় আটকে গেছে বাজেট। চলতি অর্থবর্ষে ঘাটতি ছিল ১১২ কোটি টাকা, কিন্তু আগামী অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ১১৪.৭২ কোটি টাকা। বৃহস্পতিবার মেয়র ফিরহাদ হাকিম তাঁর বাজেট বক্তৃতায় বলেন, ‘‘বিভিন্ন খাতে আদায় গত বছরের তুলনায় বেড়েছে। তবে ব্যয় কমানোর জন্য আমরা সক্রিয় রয়েছি এবং ২০২৪-’২৫ অর্থবর্ষের তুলনায় ঘাটতি কমিয়ে ৩৫১.৪৯ কোটি টাকা উদ্বৃত্ত হবে’’ বলে আশা প্রকাশ করেন।
ফারহা খানের হোলি নিয়ে বিতর্কিত মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
মেয়রের ঘোষণা
তবে মেয়রের ঘোষণায় যে উদ্বৃত্তের কথা বলা হয়েছে, বাস্তবে তা ঘাটতির পরিমাণ আরও বাড়ানোর সম্ভাবনা। ২০২৪-’২৫ অর্থবর্ষের শেষে পুর রাজস্ব তহবিলে ঘাটতি হবে ১১৬৪.৭৩ কোটি টাকা। এছাড়া, সম্পত্তিকর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৫২০ কোটি টাকা, কিন্তু এখন পর্যন্ত আদায় হয়েছে মাত্র ১০১৫ কোটি ৮০ লক্ষ টাকা, অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় অনেকটাই কম। অন্যান্য বিভাগের কর সংগ্রহের ক্ষেত্রেও লক্ষ্যমাত্রা পূর্ণ হয়নি।
এছাড়া, চলতি অর্থবর্ষের তুলনায় আগামী ২০২৫-’২৬ অর্থবর্ষে স্বাস্থ্য এবং আলো বিভাগে বরাদ্দ কমেছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ১৮৬ কোটি ৫৫ লক্ষ টাকা, যা ২০২৫-’২৬ অর্থবর্ষে কমে ১৮০ কোটি ৫ লক্ষ টাকায় দাঁড়িয়েছে। আলো বিভাগের বরাদ্দও কমে দাঁড়িয়েছে ১৫৬ কোটি ৯০ লক্ষ টাকায়, যা গত বছরের ১৬৪ কোটি ৪৫ লক্ষ টাকার তুলনায় কম।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসঃ শহিদদের শ্রদ্ধায় একুশের ইতিহাস
মেয়র জানান, কর-রাজস্ব সংগ্রহ বেড়েছে, কিন্তু আগামীতে পুরকর্মীদের জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করা হবে। তবে বিজেপির পুরপ্রতিনিধি সজল ঘোষ মন্তব্য করেন, ‘‘যাঁদের মাধ্যমে লক্ষ্যমাত্রা পূরণ করতে বলা হচ্ছে, সেই পুরকর্মীদের বকেয়া টাকা আগে পরিশোধ করুন। এই বাজেট আমাদের মতে দিশাহীন।’’বামপুরপ্রতিনিধি মধুছন্দা দেব বলেন, ‘‘ফি-বছর বাজেটে ঘাটতি বেড়ে যাচ্ছে। মেয়র ঘাটতি কমানোর জন্য কতটা পদক্ষেপ নিয়েছেন, সেটি স্পষ্ট হওয়া প্রয়োজন।’’