ফারহা খানের হোলি নিয়ে বিতর্কিত মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

ব্যুরো নিউজ,২১ ফেব্রুয়ারি :বলিউডের পরিচালক এবং কোরিওগ্রাফার ফারহা খান সম্প্রতি হোলি নিয়ে এক বিতর্কিত মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের সৃষ্টি করেছেন। হিন্দুদের অন্যতম প্রিয় উৎসব হোলি উপলক্ষে ফারহা ‘সেলেব্রিটি মাস্টার শেফ’ শো-তে একটি স্পেশাল এপিসোডের শ্যুটিং করতে গিয়ে বলেন, ‘‘হোলি ছাপরি লোগো কা ফেভারিট ফেস্টিভ্যাল হোতা হ্যায়’’। এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয় এবং অনেকেই এই মন্তব্যকে অগ্রহণযোগ্য ও অবমাননাকর বলে দাবি করেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসঃ শহিদদের শ্রদ্ধায় একুশের ইতিহাস

একাধিক প্রতিক্রিয়া

ফারহা খানের এই মন্তব্য নিয়ে রেডিটে এক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, ‘‘কী হবে যদি ফারহা খান ইদ বা অন্য কোনো মুসলিম উৎসব নিয়ে এমন কিছু বলতেন?’’ এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে আরও একাধিক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ বলেন, ‘‘এটা এক ধরনের খারাপ রুচির প্রকাশ। হিন্দু উৎসবকে এভাবে অবজ্ঞা করা এক ধরনের প্রচলিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে, বিশেষত উঠতি তারকাদের মধ্যে।’’

সোশ্যাল মিডিয়ায় ফারহার মন্তব্যের বিরুদ্ধে একাধিক প্রতিক্রিয়া এসেছে। একজন মন্তব্য করেছেন, ‘‘আপনি যদি ইদ বা অন্য কোনো মুসলিম উৎসব নিয়ে এমন মন্তব্য করতেন, তা হলে কী অনুভব করতেন?’’ আরেকজন বলেন, ‘‘মুখ খুললেই নর্দমার মতো কথা বলা হচ্ছে, একে ‘কমেডিয়ান’ প্রমাণ করার চেষ্টা হিসেবে দেখছি।’’ তৃতীয় একজন লেখেন, ‘‘ফারহা হয়তো চাইছেন রায়না আর রণবীরের দলেই যোগ দিতে।’’ফারহার মন্তব্যের বিরুদ্ধে কিছু ব্যবহারকারী দাবি করেছেন যে হোলি একটি পবিত্র উৎসব, যা শুধুমাত্র আনন্দের জন্য নয়, বরং ভগবান কৃষ্ণ এবং দেবী রাধা নিজেও এই উৎসব উদযাপন করতেন। এক ব্যবহারকারী বলেন, ‘‘ভারতে বসবাস করা এবং ভারতীয় উৎসবের প্রতি সম্মান না দেখানো উচিত নয়।’’

মহাকুম্ভের বাণিজ্যিক বিস্তারঃ ৩ লক্ষ কোটি টাকার ব্যবসার নতুন নজির

তবে, কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী, বিশেষ করে হিন্দু নারীরা, ফারহা খানের সমর্থনে নিজেদের মতামত প্রকাশ করেছেন। তারা হোলি উৎসবের সময় মহিলাদের প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ধরনের শ্লীলতাহানি এবং গণহেনস্থা নিয়ে আলোচনা করেছেন। একজন লেখেন, ‘‘ফারহা ধর্ম বা উৎসবের নিন্দা করছেন না, তিনি শুধু সেই পুরুষদের কথা বলছেন যারা হোলিকে মহিলাদের প্রতি হেনস্থার অজুহাত হিসেবে ব্যবহার করেন।’’আরেকজন মন্তব্য করেন, ‘‘একজন নারী এবং ধর্মপ্রাণ হিন্দু হিসেবে আমি ফারহার পক্ষ নিচ্ছি। আমরা সবাই জানি হোলির দিনে মহিলারা কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হন। বিষয়টা ধর্মের নয়, বরং নারীদের নিরাপত্তার।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর