বেঙ্গালুরুর মাল্টিপ্লেক্সে সিনেমার আগে অতিরিক্ত বিজ্ঞাপন দেখানোর জন্য জরিমানা! 

ব্যুরো নিউজ,২০ ফেব্রুয়ারি :বেঙ্গালুরুর একটি মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গিয়ে এক ব্যক্তি অভিযোগ করেন যে, তাকে মুভি শুরুর আগে ২৫ মিনিটের বেশি বিজ্ঞাপন দেখতে বাধ্য করা হয়েছে। এই অতিরিক্ত সময় তার কাজের ক্ষতি করেছে, কারণ তিনি সিনেমার শিডিউল অনুযায়ী সময় নির্ধারণ করেছিলেন। তার অভিযোগের ভিত্তিতে ক্রেতা সুরক্ষা আদালত এই ঘটনার তদন্ত করে এবং পিভিআর আইনক্স কর্তৃপক্ষকে এক লক্ষ টাকা জরিমানা করেছে।

ঘুমের সমস্যা দূর করতে অভ্যাস করুন কূর্মাসনঃ সহজ পদ্ধতিতে শিখে নিন কিভাবে করবেন এই আসন

অভিষেকের পরিকল্পনা কি ছিল?

এছাড়া, মানসিক যন্ত্রণার জন্য আদালত তাদেরকে ২০ হাজার টাকা এবং মামলার খরচ বাবদ আরও ৮ হাজার টাকা দিতে নির্দেশ দিয়েছে।এছাড়া, আদালত কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন যে, ভবিষ্যতে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষকে টিকিটে নির্দিষ্টভাবে মুভি শুরুর সময় উল্লেখ করতে হবে। কারণ আইন অনুযায়ী, কাউকে বিজ্ঞাপন দেখতে বাধ্য করা যাবে না।মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের যুক্তি ছিল যে, সিকিউরিটি চেকের কারণে অনেক সময় হলে ঢুকতে দেরি হয়ে যায়, তাই বিজ্ঞাপন দেখানো তাদের জন্য সুবিধাজনক।

তবে আদালত এই যুক্তি খারিজ করে দেন। বিচারপতি এম শোভা এবং দুই সদস্য কে অনিতা শিবকুমার ও সুমা অনিল কুমার স্পষ্টভাবে বলেন, “যারা নির্দিষ্ট সময়ে হলে ঢুকেছেন, তাদের জোর করে বিজ্ঞাপন দেখানো যায় না।”ঘটনাটি ২০২৩ সালের ডিসেম্বর মাসের। বেঙ্গালুরুর বাসিন্দা অভিষেক এমআর শহরের একটি শপিং মলের আইনক্স (বর্তমানে পিভিআর) কমপ্লেক্সে শ্যাম বাহাদুর ছবিটি দেখতে যান। তার টিকিটে মুভি শুরুর সময় উল্লেখ ছিল ৪:০৫ মিনিট।

যারা বেশি খরচের কারণে পাহাড়ে যেতে পারেন না তাদের জন্য এটি একটি আদর্শ স্থান। কম খরচে খুব কাছেই পাহাড়ে ছুটি কাটিয়ে আসুন 

তিনি ৮২৫ টাকা দিয়ে তিনটি টিকিট কিনে পরিবারসহ সিনেমা হলে প্রবেশ করেন। তবে, নির্ধারিত সময়ের পরও বাণিজ্যিক বিজ্ঞাপন চালানো হয় এবং সেটি চলে ২৫ মিনিট ধরে। এর ফলে, সিনেমা শুরু হতে অনেক দেরি হয়ে যায়। অভিষেকের পরিকল্পনা ছিল যে সিনেমা দেখে সন্ধ্যার সাড়ে ছটায় আরও একটি কাজ করবেন, কিন্তু বিজ্ঞাপনের কারণে তিনি সেই কাজ করতে পারেননি।২০২৪ সালের ৬ জানুয়ারি অভিষেক আদালতে মামলাটি দায়ের করেন এবং আদালত তার পক্ষেই রায় দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর