অয়ন্তিকা চক্রবর্তী

ব্যুরো নিউজ,১৭ ফেব্রুয়ারি :বাংলা ভাষায় লেখা পড়া নিয়ে আরজে অয়ন্তিকার করা মন্তব্যের পর এখনও আলোচনায় রয়েছেন তিনি। তবে এবার বাংলা টেলিভিশন সিরিয়াল নিয়ে আরো এক বিস্ফোরক মন্তব্য করে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন। নিজেকে ‘কনট্রোভার্সি কুইন’ হিসেবে ঘোষণা করে অয়ন্তিকা বলেছেন, বর্তমানে বাংলা সিরিয়ালের নায়িকাদের সবাইকেই তাঁর কাছে একরকম মনে হয়। তিনি বলেন, “ওটা ফুলকি, এটা চড়কি, এটা ওই, এটা সেই, আমার পক্ষে চেনা সম্ভব নয়।” এই মন্তব্যের পর আবারও ঝড় তুলেছেন তিনি।

আপনার প্রিয় মানুষ থেকে ক্রাশ আকৃষ্ট করুন এই সাইকোলজিক্যাল ট্রিকস এর মাধ্যমে

“আবার বৈঠকে বৈঠক”

একটি পডকাস্টে, “আবার বৈঠকে বৈঠক”, অয়ন্তিকা তাঁর ছোটবেলার পোষ্যপ্রেমের কথা শেয়ার করেছেন। তিনি জানান, পথপশুদের দেখভাল করতেন এবং কম বয়সে কাজ শুরু করেছিলেন। নাচের মাধ্যমে শখের কাজ শুরু করেছিলেন, সেখান থেকেই বাংলা সিরিয়ালে অভিনয়ের ডাক আসে। তিনি তাঁর প্রথম সিরিয়ালে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, “এক যে আছে কন্যা, আকাশ বাংলায় হত, আমি প্রোটাগনিস্ট ছিলাম, আমার বর ছিলেন কৌশিক সেন। তখন কৌশিক সেনের ৩-৪টে বউ ছিল। আমি ছিলাম এমন বউ, যে সারাদিন ঝি সেজে থাকত। সবাই খারাপ ব্যবহার করত।”

অয়ন্তিকা আরও বলেন, “আজকাল সিরিয়ালগুলো এতটাই রিগ্রেসিভ হয়ে গেছে যে আমি এগুলো আর বুঝতে পারি না। হয়তো নতুন কিছু সিরিয়াল শুরু হয়, কিন্তু শেষমেশ সেগুলো পুরোনো কাহিনির মতোই হয়ে যায়। আজকাল, বেশিরভাগ সিরিয়ালে কোনও সার্থকতা বা উন্নতি দেখা যায় না।”তিনি আরও বলেন, “এটা হতে পারে পশ্চিমবঙ্গের অন্যান্য মানুষের কাছে জনপ্রিয়, কিন্তু আমার পক্ষে এটা সহ্য করা সম্ভব নয়। সিরিয়ালের অভিনেত্রীদের মধ্যে বেশিরভাগকে আমি চিনতে পারি না।” অয়ন্তিকা মনে করেন, বর্তমানে সিরিয়ালের নায়িকাদের মধ্যে কোনো পার্থক্য রাখা কঠিন। সবার মুখের বৈশিষ্ট্য, চুলের ধরন, সাজ-পোশাক সবই প্রায় একই রকম, যার কারণে তিনি তাদের চিনতে সমস্যা অনুভব করেন।

অতুলনীয় স্বাদের দই চিকেন রেসিপি একবার ট্রাই করলে এর স্বাদ আর ভুলবেন না। আজই বাড়িতে বানান

সেই পডকাস্টে, অয়ন্তিকা তাঁর সেই বিতর্কিত মন্তব্য নিয়েও কথা বলেন। তিনি বলেন, “আমি যা বলেছিলাম, তার জন্য কোনো অনুশোচনা নেই। আমি ওই বিতর্কে বাংলার পক্ষেই কথা বলেছিলাম।” তবে, এই মন্তব্যের পর ট্রোলাররা তাঁর ছোট মেয়ে দুনিকেও ছাড়েনি। তিনি বলেন, “মা হয়ে যখন কেউ নিজের মতামত প্রকাশ করেন, তখন তাঁকে বা তাঁর সন্তানকে আক্রমণ করা সহজ হয়ে যায়। আমার মেয়েকে নিয়ে ট্রোল করা হয়েছে, যা সহ্য করা খুব কঠিন।”অয়ন্তিকা চক্রবর্তী তাঁর প্রথম স্বামী, আরজে নীলায়ন চ্যাটার্জির সঙ্গে বিবাহবিচ্ছেদের পর এখন একা মা হিসেবে নিজের জীবন পরিচালনা করছেন। ২৬ জানুয়ারি, তিনি হিরজিৎ মজুমদারের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন। হিরজিৎ মজুমদার বর্তমানে বার্জার পেইন্টসে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর