এবারের কলকাতা বইমেলায় রেকর্ড বিক্রি

ব্যুরো নিউজ,১০ ফেব্রুয়ারি :এবারের কলকাতা বইমেলা শেষ হয়ে গেল, এবং বইপ্রেমীদের জন্য আবারও এক নতুন রেকর্ডের জন্ম দিল। ২০২৫ সালের বইমেলায় বই বিক্রির যে পরিমাণ অঙ্ক উঠে এসেছে, তা সত্যিই অবিশ্বাস্য। এবারের মেলায় প্রায় ২৫ কোটি টাকার বই বিক্রি হয়েছে, যা কলকাতা বইমেলার ইতিহাসে একটি নতুন রেকর্ড।

কেতুগ্রামে ভয়াবহ বিস্ফোরণঃ আতঙ্কিত এলাকাবাসী, তদন্তে পুলিশ

ইতিহাসে একটি নতুন রেকর্ড

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের তরফে জানানো হয়েছে, এবারের ১২ দিনের বইমেলায় মোট ২৭ লাখ দর্শক এসেছিলেন। এটি একেবারে অনবদ্য একটি সংখ্যা, কারণ ২০২৪ সালের বইমেলায় মোট ২৩ কোটি টাকার বই বিক্রি হয়েছিল এবং ২০২৪ সালে মেলা ছিল ১৪ দিন ব্যাপী। তবে এবার দিন কম হলেও, বই বিক্রির ক্ষেত্রে প্রায় ২ কোটি টাকার বাড়তি আয় হয়েছে, যা গিল্ডের পক্ষ থেকে রেকর্ড হিসেবে চিহ্নিত হয়েছে।

বইমেলার শেষ দু’দিনে আসল ‘ঝড়’ উঠে, যখন শনিবার ও রবিবারে মেলায় প্রায় ৮ লাখ মানুষ অংশ নেন। এর ফলে মেলার দর্শক সংখ্যা ২৭ লাখে পৌঁছেছে। আগের দিন পর্যন্ত ১৯ লাখ মানুষ বইমেলায় আসলেও শেষের দু’দিনে দর্শকদের আগমন মেলা তুলেছিল নতুন উচ্চতায়।বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়ের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাস ও অন্যান্য নেতারা। মন্ত্রীরা জানিয়েছেন, কলকাতা বইমেলা চিরকাল তাঁদের হৃদয়ে থাকবে এবং আগামী বছরের জন্য অপেক্ষা করছেন।

অভিনেতা অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায় ভুগছেন শ্বাসকষ্টে ঃ কী জানালেন মেয়ে চূর্ণী গঙ্গোপাধ্যায়?

এবারের বইমেলার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল থিম কান্ট্রি হিসেবে জার্মানির অংশগ্রহণ। ৪৮ বছরের ইতিহাসে প্রথমবার থিম কান্ট্রি হিসেবে জার্মানি অংশগ্রহণ করেছিল, যা মেলাটিকে আন্তর্জাতিকভাবে আরও বেশি আকর্ষণীয় করেছে।এই ধরনের সাফল্যের পর গিল্ডের কর্তারা উচ্ছ্বসিত। তাঁরা জানিয়েছেন, আগামী বছর আরও বড় আকারে বইমেলা আয়োজন করার প্রস্তুতি শুরু করবেন। আগামী বছরে আরও বেশি সময় ধরে বইমেলা অনুষ্ঠিত হওয়ার আশা প্রকাশ করেছেন তাঁরা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর