ব্যুরো নিউজ,১০ ফেব্রুয়ারি :আজ, ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন লাখ লাখ ছাত্র-ছাত্রী। এই বিশেষ দিনটি যাতে পরীক্ষার্থীদের জন্য কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়, তার জন্যে সরকারি তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। পরীক্ষার্থীদের সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর জন্য চালু করা হয়েছে বিশেষ সরকারি বাস পরিষেবা।আজ, ১০ ফেব্রুয়ারির পাশাপাশি আগামী ১১, ১৫, ১৭, ১৮, ১৯, ২০, এবং ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলাকালীন সময়ে এই বিশেষ বাস চলাচল করবে। বাসে পরীক্ষা স্পেশাল বোর্ড টাঙানো থাকবে, যার মাধ্যমে পরীক্ষার্থীদের জন্য অগ্রাধিকার সুবিধা থাকবে। তবে, অন্যান্য যাত্রীরা ওই বাসে উঠতে পারবেন। এই বাসগুলি পরীক্ষার্থীদের জন্য যথাসম্ভব সহজতা এবং সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর সুবিধা প্রদান করবে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহর খেলা নিয়ে ধোঁয়াশা, এনসিএ-তে আরও কিছু দিন থাকতে হবে ভারতীয় পেসারকে
সুবিধা প্রদান
এছাড়া, পরীক্ষার্থীদের যদি কোনো সমস্যা হয় বা কোনো তথ্য প্রয়োজন হয়, তবে তারা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। মাধ্যমিক পরীক্ষার জন্য খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম, যা ২৪ ঘণ্টাই সক্রিয় থাকবে। পরীক্ষার্থীরা এখানে যোগাযোগ করতে পারবেন বিভিন্ন নম্বরে, যেমন- ০৩৩-২৩২১৩৮১৩, ০৩৩-২৫৩৯২২৭৭, এবং কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর ৯৪৩২৬১০০৩৯।এছাড়া, পর্ষদের কন্ট্রোল রুমের কলকাতা আঞ্চলিক অফিসের ফোন নম্বর ০৩৩-২৩২১৩৮১১, বর্ধমানের আঞ্চলিক অফিসের নম্বর ০৩৪-২২৬৬২৩৭৭, মেদিনীপুরের আঞ্চলিক অফিসের নম্বর ০৩২-২২২৭৫৫২৪, এবং উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসের নম্বর ০৩৫-৩২৯৯৯৬৭৭ বা ৮২৪০৭৫৬৩৭১।
বিশেষ বাস পরিষেবার সময়সূচীও নির্ধারণ করা হয়েছে। সকাল ৮:৪৫ মিনিট ও ৯:১৫ মিনিটে যেসব রুটে যাত্রীসংখ্যা বেশি থাকে, সেখানে বিশেষ বাস চলবে। অন্য রুটগুলিতে সকাল ৯টায় বাস থাকবে। পরীক্ষা শেষ হওয়ার পর, দুপুর ২:১৫ মিনিট ও ২:৪৫ মিনিটে সংশ্লিষ্ট রুটের প্রান্তিক বাসস্ট্যান্ড থেকে দুটি দফায় বাস ছাড়বে।কোলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগম দক্ষিণেশ্বর থেকে এসপ্ল্যানেড, কুঁদঘাট থেকে দক্ষিণেশ্বর, কাঁকুরগাছি থেকে বেহালা, নিউটাউন থেকে শিয়ালদহ, এবং দমদম বিমানবন্দর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বাস পরিষেবা চালু করবে। এছাড়া, সরশুনা, ঠাকুরপুকুর, হরিদেবপুর, যাদবপুর, ব্যারাকপুর থেকে হাওড়াগামী রুটে বাস চলবে। গড়িয়া ৫ নম্বর রুটে দেশপ্রিয় পার্ক হয়ে, এবং ৭ নম্বর রুটে টালিগঞ্জ হয়ে হাওড়ার দিকে বাস চলবে।
দিল্লিতে বিজেপির বিজয়ের পর উল্লাস, শিখা রায়ের জয়ের রহস্য কি?
কলকাতা ট্রাম সংস্থা টালিগঞ্জ থেকে ঘটকপুকুর, হাওড়া স্টেশন থেকে খিদিরপুর হরিমোহন ঘোষ কলেজ, আমতলা, বারাসত থেকে আমতলা রুটে বাস চালাবে। এছাড়া, ব্যারাকপুর, পার্ক সার্কাস থেকে ডানকুনি, বেলগাছিয়া থেকে বিবাদি বাগ, টিকিয়াপাড়া রুটে ট্রাম সংস্থাও পরীক্ষা স্পেশাল বাস চালাবে।এভাবে, পরীক্ষার্থীদের সুবিধার্থে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে এবং পরীক্ষার দিনে কোনো সমস্যা না হয়।