শ্রেয়া ঘোষাল এবং শিলাদিত্য মুখোপাধ্যায়ের দশম বিবাহবার্ষিকী

ব্যুরো নিউজ , ৬ ফেব্রুয়ারি :গায়িকা শ্রেয়া ঘোষাল এবং তাঁর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের বিবাহের ১০ বছর পূর্ণ হল। ৫ ফেব্রুয়ারি, বুধবার, এই বিশেষ দিনটি তাদের জীবনের একটি মাইলফলক। এক দশক ধরে সুখে-দুঃখে, ভালোবাসায় তারা একে অপরের পাশে থেকেছেন। শ্রেয়া এই দিনটি স্মরণীয় করে তোলার জন্য সোশ্যাল মিডিয়ায় বিয়ের একগুচ্ছ অদেখা ছবি শেয়ার করেছেন।

নতুন জার্সি, নতুন আশাঃ রোহিত শর্মার দল  চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত

শ্রেয়া ঘোষাল তাঁর স্বামী শিলাদিত্যকে উদ্দেশ্য করে কি লেখেন?

দশম বিবাহবার্ষিকীতে শ্রেয়া ঘোষাল তাঁর স্বামী শিলাদিত্যকে উদ্দেশ্য করে লেখেন, “আমাদের নিজেদেরকে ১০ম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাই। এখনও মনে হয় যেন গতকালই বিয়ে হয়েছে। আমাদের জীবনে একে অপরকে পেয়ে ধন্য।” এরপর, শ্রেয়া আরও বলেন, “এই যাত্রায় আমরা একে অপরের সঙ্গে ধীরে ধীরে বড় হয়েছি এবং অনেক ভাবে একে অপরের প্রেমে পড়েছি। আর হয়তো তাই ঈশ্বর আমাদের আরও একটি বড় আশীর্বাদ দিয়েছেন, আমাদের ছেলে দেবয়ান। আমরা যা কিছু পেয়েছি, তার জন্য আমরা কৃতজ্ঞ।”

শ্রেয়া সোশ্যাল মিডিয়ায় আরও জানান, “বিকেল থেকে যাঁরা আমাদের দশম বিবাহবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।” একে অপরকে ভালোবাসায় ভরপুর এই দম্পতি তাঁদের জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আশীর্বাদ এবং শুভেচ্ছা পাওয়ায় অত্যন্ত আনন্দিত।বিয়ের সময়ের এক স্মরণীয় মুহূর্ত সম্পর্কে শ্রেয়া জানান, “শিলাদিত্য একদিন আমাকে কাঠবিড়ালি বলে চিৎকার করেছিল। আমি তখন তাকে প্রশ্ন করেছিলাম, কোথায় কাঠবিড়ালি?” সেসময়, শ্রেয়া যখন কাঠবিড়ালি খুঁজতে ব্যস্ত, তার স্বামী শিলাদিত্য সেই ফাঁকেই আংটি বের করে বক্স থেকে। শ্রেয়া বলেন, “এটা ছিল একটি মিষ্টি  মুহূর্ত, যা আমি ভীষণভাবে মনে রাখি।”

কমোড পরিষ্কার করার সহজ উপায়ঃ মাত্র ১৫ মিনিটে ফিরে আসুক সাদা ঝকঝকে কমোড

শ্রেয়া এবং শিলাদিত্য দীর্ঘ নয় বছর প্রেম করার পর ২০১৫ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন। তাদের একমাত্র সন্তান দেবয়ান, যিনি তাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।এই দম্পতির ভালোবাসার গল্প সত্যিই চিরকাল মনে রাখার মতো। দশ বছর কাটিয়ে তারা আরও গভীরভাবে একে অপরকে বুঝতে এবং ভালোবাসতে শিখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর