ব্যুরো নিউজ,৪ ফেব্রুয়ারি:দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে যমুনা নদী পরিষ্কার করার কথা বলে বিতর্কে ঘেরা অরবিন্দ কেজরিওয়ালকে ফের একবার কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। রবিবার দিল্লির এক জনসভায় কেজরিওয়ালের পূর্ববর্তী প্রতিশ্রুতি তুলে ধরে রাহুল কটাক্ষ করে বলেন, ‘অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, ক্ষমতায় আসলেই তিনি যমুনার জল পরিষ্কার করবেন এবং ৫ বছরের মধ্যে তা পানযোগ্য হবে। কিন্তু এখনো যমুনার জল নোংরা হয়ে রয়েছে। আমি তাঁকে বলি, আপনি যমুনার জল এক চুমুক পান করুন, আপনার সঙ্গে হাসপাতালে দেখা হবে।’
উত্তেজনা সৃষ্টি
রাহুল তাঁর এই মন্তব্যের সাথে সাথে মঞ্চে বোতলে করে দূষিত যমুনার জলও নিয়ে আসেন, যা আরও বেশি উত্তেজনা সৃষ্টি করে। রাহুলের দাবি, কেজরিওয়ালের এই প্রতিশ্রুতি পুরোপুরি ভেঙে পড়েছে এবং দিল্লির জনগণের কাছে তা শুধুই একটি প্রহসন হয়ে দাঁড়িয়েছে।
এছাড়া, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও সম্প্রতি দাবি করেছিলেন, হরিয়ানা রাজ্য যমুনায় বিষ মেশাচ্ছে, যার ফলে নদীর জল আরও বেশি দূষিত হচ্ছে। এর আগেও এই অভিযোগ তুলেছিলেন কেজরিওয়াল নিজেই, যা নিয়ে বিজেপি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল। তবে, হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনিও এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
ট্রাম্পের শুল্কনীতি থেকে আপাতত মুক্তি পেল কানাডা, ৩০ দিনের জন্য স্থগিতের সিদ্ধান্ত
এখন, দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও আম আদমি পার্টি একে অপরকে আক্রমণ করছে। তবে কেজরিওয়াল ঘোষণা করেছেন যে তাঁর দল একাই এই নির্বাচন লড়বে। ৫ ফেব্রুয়ারি, দিল্লির ৭০টি আসনে বিধানসভা ভোট হবে এবং ৮ ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা করা হবে। এবার দিল্লিতে বিজেপি, কংগ্রেস এবং আপের ত্রিমুখী লড়াই হতে চলেছে।