উড়িষ্যার কাছ থেকে শিক্ষা নেবে কি মমতা ব্যানার্জি?

ব্যুরো নিউজ,৪ ফেব্রুয়ারি:কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার আর্থিক উন্নয়ন ও শিল্পের ক্ষেত্রে পূর্ব ভারতের রাজ্যেগুলোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এটার পূর্ণ সুযোগ নিতে চাইছে উড়িষ্যার রাজ্য সরকার। তারা ২০২৫ সালের ২৮ ও ২৯ শে জানুয়ারি ভুবনেশ্বরে আয়োজন করল উৎকর্ষ উড়িষ্যা- মেড ইন উড়িষা কনক্লেভ। এই বিজনেস কনফ্লেভে ১৬.৭৩ লক্ষ কোটি টাকা লগ্নীর প্রস্তাব এসেছে। কুড়িটি ক্ষেত্রে ৫৯৫ টি লগ্নির প্রস্তাব সামিটে আলোচনা হয়েছে। তার মধ্যে ১৪৫ টার সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছে।

সঞ্জীব গোয়েন্‌কার বড় সাফল্যঃ ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ লিগে ৪৯% মালিকানা কিনলেন

কার কত লগ্নী?

আদানি গোষ্ঠীর তরফ থেকে উপস্থিত ছিলেন করণ আদানি। তিনি ঘোষণা করেছেন বন্দর ও পরিকাঠামো ও গ্যাস এই ক্ষেত্রগুলিতে ২.৩ লক্ষ কোটি টাকা লগ্নি করবেন। এটাই এই কনক্লেভের সর্বোচ্চ লগ্নীর প্রস্তাব।  বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আগারওয়াল এক লক্ষ কোটি টাকা লগ্নীর প্রস্তাব করেছেন। এছাড়াও জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার ৭০ হাজার কোটি টাকা, JSW গোষ্ঠী ৩৫ হাজার কোটি টাকা, টাটা গোষ্ঠী ৮৮ হাজার কোটি টাকা, মহানদী কোলফিল্ডস ৮২ হাজার কোটি টাকা, আদিত্য বিড়লা গোষ্ঠী ৫০ হাজার কোটি টাকা লগ্নী করার প্রস্তাব দিয়েছে। এই কনক্লেভে ন্যাশনাল ইন্ডাস্ট্রির পার্টনার হিসেবে ছিল বণিকসভা সি আই আই। সি আই আই এর প্রেসিডেন্ট তথা আইটিসির চেয়ারম্যান সঞ্জীব পুরি জানিয়েছেন সাম্প্রতিককালে উড়িষ্যার খুব দ্রুত উন্নতি হচ্ছে। তাই এই রাজ্যে লগ্নী বাড়ছে। তিনি জানিয়েছেন ওড়িশায় ফুড প্রসেসিং হসপিটালিটি এবং কৃষি ক্ষেত্রে আইটিসি লগ্নী করবে।

দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট বিক্রি শুরুঃ ভারতীয়দের জন্য সুখবর

উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বলেছেন উৎকর্ষ ওড়িশার সামিটে যে ৫৯৫ টা লগ্নী প্রস্তাব এসেছে। এগুলো বাস্তবায়িত হলে প্রায় ১৩ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুবিধা হবে। এর পাশাপাশি রাজ্য সরকারের ফাঁকা পদ গুলিতে স্থায়ী নিয়োগের কথাও তিনি জানান। এবং তিনি এটা বলেন যে কাজের খোঁজে গ্রাম থেকে শহরে আসা মানুষের যে ঢল সেটাকে থামানোর জন্য গ্রামে কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যে একটা টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে এছাড়াও আমরা শিল্প করার জন্য ৭৫ হাজার একর জমি চিহ্নিত করেছি।

সম্মেলনে আয়োজিত উইমেন্স রাউন্ড টেবিল ডিসকাশনে ওড়িশার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন শুধুমাত্র মহিলাদের জন্য একটি শিল্প পার্ক এবং ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন এন্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ওড়িশায় মহিলা উদ্যোগীদের জন্য একটি ডেডিকেটেড সেল তৈরি করা হচ্ছে।

সম্মেলনে প্রায় সাড়ে চার হাজারেরও বেশি শিল্প ও বাণিজ্য প্রতিনিধি উপস্থিত ছিলেন ।এছাড়া ইউ কে, জাপান, ইতালি, অস্ট্রেলিয়া সহ 15 দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

ওড়িশা সরকারের এরকম একটা সফল বিজনেস সামিট করার পর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি এরকম সফল একটি বিজনেস সামিট উপহার দিয়ে বাংলার মানুষের মনে কোন আশা জাগাতে পারবেন? নাকি প্রত্যেক বছরের মতই বাংলায় বি জি বি এস নামক যে সার্কাসটি হয় সেটারই পুনরাবৃত্তি হবে?

স্বপন দাস (Editor in Chief)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর