সঞ্জীব গোয়েন্‌কার বড় সাফল্যঃ ইংল্যান্ডের 'দ্য হানড্রেড' লিগে ৪৯% মালিকানা কিনলেন

ব্যুরো নিউজ,৪ ফেব্রুয়ারি: দীর্ঘদিন ধরেই বিদেশী ক্রিকেট লিগে প্রবেশের চেষ্টা চালাচ্ছিলেন সঞ্জীব গোয়েন্‌কা। অবশেষে তিনি সফল হলেন। ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ লিগের দল ম্যাঞ্চেস্টার অরিজিনালসের ৪৯% মালিকানা কিনে নিলেন তিনি। সোমবার দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গোয়েন্‌কার সংস্থা আরপিএসজি গ্রুপ এই মালিকানা কিনেছে, বাকি ৫১% মালিকানার অধিকারী ল্যাঙ্কাশায়ার কাউন্টি দল।গোয়েন্‌কা আইপিএলের লখনউ সুপার জায়ান্টসের মালিক এবং দক্ষিণ আফ্রিকার ডারবান সুপার জায়ান্টসেরও মালিক।

দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট বিক্রি শুরুঃ ভারতীয়দের জন্য সুখবর

শেষে সফল

এবার তিনি ইংল্যান্ডে যোগ দিলেন ‘দ্য হানড্রেড’ লিগের মাধ্যমে। এ জন্য তিনি ১২৫১ কোটি টাকা খরচ করেছেন, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১.২৫ বিলিয়ন রুপি।গোয়েন্‌কার সংস্থা শুরুতে ইংল্যান্ডের অন্য একটি দল লন্ডন স্পিরিট্‌স কেনার জন্য আগ্রহী ছিল, কিন্তু সে সুযোগে আমেরিকার সিলিকন ভ্যালির কনসর্টিয়াম তাদের দলটি কেনে। এরপরেই সঞ্জীব গোয়েন্‌কা ম্যাঞ্চেস্টার অরিজিনালস দলের মালিকানা কিনতে চেষ্টা করেন, এবং শেষে সফল হন।

এই দলে ৪৯% মালিকানা পাওয়ার জন্য সঞ্জীব গোয়েন্‌কা একাধিক প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বিজয়ী হয়েছেন। শোনা যাচ্ছে, শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সও এই দলটি কেনার চেষ্টা করেছিল, তবে গোয়েন্‌কার সংস্থা তাঁদের সর্বোচ্চ বিড দিয়ে বিজয়ী হয়েছে।এখন আরপিএসজি গ্রুপ এবং ল্যাঙ্কাশায়ারের মধ্যে আগামী আট সপ্তাহ ধরে আলোচনা চলবে। এই আলোচনা শেষ হলে, চুক্তির শর্ত এবং লাভ-ক্ষতির বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখযোগ্য, গত বছর আগস্টে আরপিএসজি গ্রুপের কিছু সদস্য ওল্ড ট্র্যাফোর্ডে গিয়ে দল কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন।

২৬০০০ চাকরি বাতিল মামলায় ৫০০ কোটি টাকার জরিমানা?

ভারত এবং ল্যাঙ্কাশায়ারের সম্পর্কও ভালো, কারণ সম্প্রতি ল্যাঙ্কাশায়ারের কাউন্টি দল ভারতে এসে খেলেছে এবং ভারতের শ্রেয়স আয়ার, বেঙ্কটেশ আয়ার ও ওয়াশিংটন সুন্দরের মতো ক্রিকেটাররা ল্যাঙ্কাশায়ারের হয়ে ইংল্যান্ডে খেলেছেন। আগামী মাসে ল্যাঙ্কাশায়ার দলের প্রাক-মরসুম প্রস্তুতি ভারতে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর