ব্যুরো নিউজ,৪ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন, রাজ্যের বিভিন্ন রেল প্রকল্প স্থগিত হয়ে থাকার জন্য সরকারের অসহযোগিতা দায়ী। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একাধিক বার চিঠি পাঠিয়েও জমি অধিগ্রহণ এবং আইনশৃঙ্খলার সমস্যা সমাধানে কোনো সুরাহা মেলেনি।”
রেলমন্ত্রীর দাবি
এই বছরের রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য মোট ১৩,৯৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে রেলমন্ত্রীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় যেখানে রাজ্যের জন্য বছরে গড়ে ৪৩৮০ কোটি টাকা বরাদ্দ হত, বর্তমানে তা চার গুণ বেশি হয়েছে। কিন্তু যেসব প্রকল্প চলমান, যেমন নৈহাটি-রানাঘাট, দীঘা-জলেশ্বর, বালুরঘাট-হিলি, সাঁইথিয়া-সীতারামপুর—এসব প্রকল্প জমি অধিগ্রহণ এবং আইনশৃঙ্খলার সমস্যার কারণে আটকে রয়েছে।
অশ্বিনী বৈষ্ণব জানান, “রাজ্য প্রশাসন যদি জমি অধিগ্রহণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে, তাহলে প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করা সম্ভব।” রেল কর্তৃপক্ষের মতে, রাজ্যে বিভিন্ন দফতরের ছাড়পত্র পাওয়ার সমস্যাও প্রকল্পের গতি কমিয়ে দিচ্ছে। রেলকর্তারা জানান, বিদ্যুতের খুঁটি সরানো কিংবা জলের লাইন স্থানান্তরের অনুমতি পাওয়া এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
এ বছর আর জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই জানিয়ে দিলো আবহাওয়া দফতর
রেলমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ঘোষিত বরাহনগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্প আজও জমি অধিগ্রহণে সমস্যার কারণে শুরু হতে পারেনি। এমনকি, কলকাতা মেট্রো প্রকল্পে জমি অধিগ্রহণের কারণে বরাদ্দ কমানো হয়েছে। তবে, রেলমন্ত্রী দাবি করেন যে, পশ্চিমবঙ্গের ১০১টি স্টেশন ‘অমৃত স্টেশন’-এ রূপান্তরিত করা হবে এবং দুর্ঘটনা প্রতিরোধে নিরাপত্তা খাতে ১.১৬ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।