ব্যুরো নিউজ,১৬ জানুয়ারি:পিঠের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার তারকা পেস বোলার এনরিখ নরকিয়া SA20 টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। এর আগে, তিনি সাউথ আফ্রিকার চ্যাম্পিয়নস ট্রফি স্কোয়াডে জায়গা পেয়েছিলেন, তবে চোটের কারণে সেই সুযোগও হারালেন। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে পিঠের সমস্যায় ভুগছিলেন এই তারকা বোলার।
গৌতম গম্ভীরের কোচিং স্টাফ নিয়ে বিসিসিআইয়ের মধ্যে প্রশ্ন
সাউথ আফ্রিকার সেরা বোলার
প্রথমে, নরকিয়াকে দক্ষিণ আফ্রিকা ২০ ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা করেছিল, কারণ তার গতির কারণে দলের পেস অ্যাটাক শক্তিশালী হতে পারত। তবে চোটের কারণে তাকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়। তার জায়গায় স্কোয়াডে থাকার কথা ছিল জেরাল্ড কোয়েটজির, কিন্তু নরকিয়াকে পছন্দ করে তাকে বাদ দেওয়া হয়। কোয়েটজি সম্প্রতি SA20 তে দারুণ পারফর্ম করেছেন এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় মাটিতে সাউথ আফ্রিকার সেরা বোলার ছিলেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানঃ রোহিত শর্মার পাকিস্তান সফর নিয়ে জল্পনা
বর্তমানে, সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড এখনও নরকিয়ার পরিবর্তে কোন খেলোয়াড়কে নেওয়ার সিদ্ধান্ত নেয়নি। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে, তাই এখনো সময় আছে। কোয়েটজি সহ কিছু অন্যান্য খেলোয়াড়কে খতিয়ে দেখার পর পরিবর্তন ঘোষণা করতে পারে সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড। সোমবার, এনরিখ নরকিয়ার চোটের স্ক্যান রিপোর্টে তার চোটের তীব্রতা সম্পর্কে জানান চিকিৎসকরা। এরপরেই জানা গেল, নরকিয়া এবারের ঘরোয়া টি-২০ এবং চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ পড়েছেন।