ঘন কুয়াশায় ট্রেন লেট হওয়ার কারণে প্রাণ হারাল তিন বছরের শিশু

ব্যুরো নিউজ,৮ জানুয়ারি:দিল্লি-সহ উত্তর ভারতে ঘন কুয়াশার কারণে ট্রেন চলাচলে ব্যাপক দেরি হচ্ছে, আর এরই ফলে সোমবার ট্রেনের মধ্যে প্রাণ হারাল এক তিন বছরের শিশু। শিশুটির বাবা সাদ্দামের অভিযোগ, যদি ট্রেনটি সঠিক সময়ে পৌঁছাত, তবে তাঁর মেয়েটিকে বাঁচানো সম্ভব ছিল। সাদ্দামের মেয়ের নিউমোনিয়া হয়েছিল, এবং দিল্লির এমসে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু ট্রেনটি প্রায় ১৩ ঘণ্টা দেরি করে লখনউ পৌঁছায়।

ভারতীয় ক্রিকেটের লেগ স্পিনার যুজবেন্দ্র চহাল ও স্ত্রী ধনশ্রী বর্মার বিবাহবিচ্ছেদের গুঞ্জন প্রকাশ্যে

আইশবাগ স্টেশনে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা

শিশুটির বাবা উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা। স্থানীয় চিকিৎসকের পরামর্শে তারা বারাউনি থেকে বিশেষ ট্রেনে দিল্লি যাচ্ছিলেন। তবে ট্রেনের দেরিতে চলার কারণে লখনউয়ে পৌঁছানোর আগেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। এমন পরিস্থিতিতে, এক যাত্রী হর্ষ ভরদ্বাজ ভারতীয় রেলকে ট্যাগ করে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট করেন। এরপর উত্তর-পূর্ব রেলওয়ের ডিআরএম (ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার) আইশবাগ স্টেশনে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেন।

ইসরোর নতুন চেয়ারম্যান কে হবেন? দায়িত্ব কবে নেবেন?

এতে পরবর্তীতে রেলের চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। আইশবাগ রেলপুলিশ জানায়, পরে শিশুটির দেহ সড়কপথে দেওরিয়ায় নিয়ে যান বাবা-মা।এদিকে, ০২৫৬৩ বিশেষ ট্রেনটি সোমবার ভোর ৫টা ১০ মিনিটে দিল্লি পৌঁছানোর কথা ছিল, কিন্তু ১৩ ঘণ্টা দেরিতে আইশবাগ স্টেশনে পৌঁছায় সকাল ১০টায়। এই দুর্ঘটনা ঘন কুয়াশা এবং ট্রেনের দেরি চলার কারণে আরও একটি ভয়াবহ পরিণতি প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর