বিশেষ পরিকল্পনা পুলিশের

ব্যুরো নিউজ,৩১ ডিসেম্বর:কলকাতায় প্রতি বছরের মতো এবারও বর্ষবরণকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চলেছে কলকাতা পুলিশ। তবে, এবার পুরোনো সমস্যা যেমন শব্দবাজি এবং মত্ত চালকদের দৌরাত্ম্য, তেমনই নারী সুরক্ষার বিষয়েও বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। বিশেষ করে পার্ক স্ট্রিট এবং সংলগ্ন এলাকায় বিপুল জনসমাগমের কারণে সেখানে নিরাপত্তার ব্যবস্থা আরও কঠোর করা হচ্ছে।

২০২৪, আলো-আঁধারের এক বছর

লালবাজার সূত্রে কি জানা গেছে?

লালবাজার সূত্রে জানা গেছে, বর্ষবরণের রাতে শহরের রাজপথে নিরাপত্তা বাড়াতে সাড়ে চার হাজার পুলিশকর্মী নামানো হবে। এর মধ্যে শুধু পার্ক স্ট্রিটে থাকবে আড়াই হাজার পুলিশ। গোটা পার্ক স্ট্রিটকে বিভিন্ন নিরাপত্তা জোনে ভাগ করে সেখানে দায়িত্ব পালন করবেন উপ নগরপাল এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা। নারীদের সুরক্ষায় বিশেষ বাহিনী ‘উইনার্স’ও তাদের দায়িত্ব পালন করবে।এবারের বর্ষবরণে পার্ক স্ট্রিটে গাড়ি চলাচল সহজ করতে এলাকায় ‘নো পার্কিং জ়োন’ করা হয়েছে। ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট এবং ফ্রি স্কুল স্ট্রিটসহ পার্ক স্ট্রিটের একাধিক অংশে গাড়ি পার্ক করা নিষিদ্ধ থাকবে। এই সব পদক্ষেপের উদ্দেশ্য, মানুষের চলাচল মসৃণ রাখা এবং সেখানে বিশৃঙ্খলা বা ট্রাফিক জ্যাম না হওয়া নিশ্চিত করা।

২০২৪ সালে টিম ইন্ডিয়ার হতাশাজনক ২৪টি নজিরঃ বিপর্যস্ত ভারতের পরিসংখ্যান

গত বছর শহরে বর্ষবরণের রাতে শব্দবাজির ব্যাপক দৌরাত্ম্য দেখা গিয়েছিল, যার ফলে বেশ কিছু জায়গায় সমস্যা তৈরি হয়েছিল। এবার সেই সমস্যার পুনরাবৃত্তি না ঘটতে লালবাজার আগাম সতর্কতা নিয়েছে। পার্ক স্ট্রিটের আশেপাশের বহুতল ভবনগুলিতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং ১৫টি বুথে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।এ বছর, বিশেষ নজরদারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কারণে কলকাতা পুলিশের আশা, বর্ষবরণের রাতে কোনোরকম অপ্রত্যাশিত ঘটনা ঘটবে না। শহরের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ সমস্ত ইউনিটকে প্রস্তুত করে রেখেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর