ব্যুরো নিউজ,২৮ ডিসেম্বর:কাপুর পরিবারের মেয়ে হওয়া মানেই তো কিছু আলাদা! বড় পিসি করিশ্মা কাপুর আর ছোট পিসি করিনা কাপুর খানকে দেখে ছোট থেকেই জনপ্রিয়তার মঞ্চে উঠেছে কাপুর সিস্টার্সরা। তাঁদের মিষ্টি হাসি, অভিনয় আর স্টাইল দেখেই মুগ্ধ হয়ে গিয়েছেন অনুরাগীরা। শুধু তাঁরা নয়, কাপুর পরিবারের অন্যান্য সদস্যরাও কম জনপ্রিয় নয়। রণবীর কাপুরের ক্যারিশ্মায় তরুণীদের হৃদস্পন্দন দ্রুততর হয়ে যায়, আর মা আলিয়া ভাট তো এককথায় তারকাদের তালিকায় রয়েছেন।
রোহিত শর্মার টেস্ট ভবিষ্যৎ নিয়ে সংশয়ঃ মেলবোর্নে ব্যর্থতার পর বড় সিদ্ধান্তের অপেক্ষা
কি করেছে সে?
তবে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত নাম হল ছোট্ট রাহা কাপুর। মাত্র ২ বছর বয়সেই রাহা তার মিষ্টি আচরণে সকলের মন জয় করেছে। শনিবার সকালে রাহা তার মা-বাবার সঙ্গে জার্মানির উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। মুম্বাইয়ের কোলাহল থেকে দূরে গিয়ে তারা নতুন বছরটিকে সেখানে সেলিব্রেট করতে গিয়েছেন। কিন্তু তাঁদের প্ল্যানের আগেই বিমানবন্দরে রাহা কাপুরের মিষ্টি কীর্তি সবার নজর কাড়ে।দুটি বছর বয়সী রাহা যে কতটা ক্যামেরার সামনে মিষ্টি আচরণ করতে পারে, তা দেখে অবাক হয়ে যান পাপারাজ্জিরাও। শনিবার যখন মা আলিয়া ভাটের কোলে চড়ে রাহা বিমানবন্দরে প্রবেশ করছিল, তখন পাপারাজ্জির ক্যামেরা ফ্ল্যাশের ঝলকানি দেখে সে বিন্দুমাত্র বিরক্ত হয়নি। বরং হাসিমুখে সকলের উদ্দেশে চুমু ছুড়ে, হাত নেড়ে বিদায় জানিয়ে চলে যায়। তার এই কিউট আচরণ দেখে উপস্থিত সকলে হেসে ফেলেন।
সলমন খানের ৫৯তম জন্মদিনঃ নিরাপত্তায় ঘেরা পার্টি, বাইরের কেউ ডাক পেয়েছেন?
এর আগেও, বড়দিনে কাপুর পরিবারের গেট-টুগেদারের সময়ে, ছোট্ট রাহা মিষ্টি সুরে “মেরি ক্রিসমাস” বলে সকলকে শুভেচ্ছা জানিয়েছিল। তার সেই হাসিমুখে কথাগুলো অনুরাগীদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। এই ধরনের মিষ্টি মুহূর্তগুলো এখন নেটপাড়ায় ভাইরাল হয়ে গেছে এবং সকলেই রাহার সরলতা ও প্রাকৃতিক আকর্ষণের প্রশংসা করছে।