বর্ষবরণের আগে যশোর রোডে যান চলাচল বন্ধ

ব্যুরো নিউজ,২৮ ডিসেম্বর:২০২৫ সাল শেষের পথে। নতুন বছর আসতে আর মাত্র তিন দিন বাকি। তবে তার আগেই বারাসতের যশোর রোডে আসছে এক বড়ো সমস্যা। আজ শনিবার থেকে আগামীকাল রবিবার রাত পর্যন্ত যশোর রোডের নির্দিষ্ট অংশে যান চলাচল বন্ধ থাকবে। এর ফলে নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়বে। বিকল্প পথ দিয়ে যেতে হলে যানজটের শিকার হতে হবে। আগামী রাতগুলোতে যেহেতু যানবাহন চলাচল বন্ধ থাকবে, তাই স্থানীয় বাসিন্দারা ও যাত্রীদের মধ্যে ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসঃ কলকাতায় কবে ঠাণ্ডা পড়বে?

যাতায়াতে সমস্যা


যশোর রোডের এই অংশ বর্তমানে সংস্কার করা হচ্ছে, এবং এজন্য দিনের বেলা অনেক সময় রাস্তাটি বন্ধ রাখা হচ্ছে। এতে করে দিনের মধ্যে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে, এবং টানা দু রাতেও রাস্তাটি বন্ধ থাকলে আরও সমস্যা বাড়বে বলে স্থানীয়রা মনে করছেন। আজ, শনিবার এবং আগামীকাল রবিবার রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এর ফলে বর্ষবরণের সময়ে নাগরিকদের যাতায়াতে সমস্যা হতে পারে।এই সংস্কারের কাজের জন্য কাজিপাড়া রেলগেটের কাছে ১ নম্বর রেলের ট্র্যাকও বদলানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে যশোর রোড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও ট্রাফিক পুলিশের কর্মীরা মনে করছেন বিকল্প পথ ব্যবহারের মাধ্যমে সমস্যা কমানো যাবে। তবে বিকল্প পথেও যানজটের আশঙ্কা রয়েছে। কলকাতা থেকে বনগাঁ যাওয়ার গাড়িগুলি বারাসত চাঁপাডালি মোড়ের আগে উড়ালপুল দিয়ে কলোনি মোড় হয়ে ১২ নম্বর জাতীয় সড়কে প্রবেশ করবে।

নতুন বছরে আফ্রিকা থেকে আরও ২০টি চিতা আনছে ভারত, এবার নতুন অতিথিদের ঠিকানা কোথায়?

বনগাঁর দিক থেকে আসা গাড়িগুলিকে অশোকনগরের বিল্ডিং মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হবে।পুলিশ ইতিমধ্যেই লিফলেট বিলি করে যান চলাচলে বিভ্রাট এড়ানোর জন্য জনসাধারণকে সচেতন করেছে। নতুন বছরের ৪ জানুয়ারির মধ্যে এই সংস্কারের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই যশোর রোড আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায়, সংস্কারের কাজ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর