ব্যুরো নিউজ,২৮ ডিসেম্বর:ভারতীয় পর্যটকদের মধ্যে থাইল্যান্ডের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বিশেষ করে ব্যাংককের পাশাপাশি ফুকেটও হয়ে উঠছে এক জনপ্রিয় গন্তব্য। এই আবহে ইন্ডিগো নতুন এক উড়ান রুট চালু করেছে কলকাতা থেকে থাইল্যান্ডের ফুকেট পর্যন্ত। আগেই দিল্লি থেকে সরাসরি ফুকেট পর্যন্ত উড়ান চালু করেছিল ইন্ডিগো, এবার কলকাতা থেকেও এই পরিষেবা শুরু হল।
সলমন খানের ৫৯তম জন্মদিনঃ নিরাপত্তায় ঘেরা পার্টি, বাইরের কেউ ডাক পেয়েছেন?
ধন্যবাদ জানান কে?
২৭ ডিসেম্বর থেকে কলকাতা-ফুকেট রুটে উড়ান চালু হয়েছে এবং নিয়মিত চলবে। কলকাতা বিমানবন্দরে এই নয়া রুটের উদ্বোধন উপলক্ষে কেক কাটা হয় এবং ইন্ডিগোর প্রথম উড়ানের ক্রু সদস্যরা উপস্থিত ছিলেন। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ইন্ডিগোকে শুভেচ্ছা জানিয়ে এই সেবা শুরুর জন্য তাদের ধন্যবাদ জানায়।ইন্ডিগোর দাবি, এই নতুন রুট ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে ব্যবসা, বাণিজ্য এবং পর্যটন সম্পর্ককে আরও শক্তিশালী করবে। নতুন এই রুটে সপ্তাহে ৭টি উড়ান চলবে। সোমবার, মঙ্গলবার, এবং শুক্রবার সকালে কলকাতা থেকে ৬টা ৬০ মিনিটে উড়ান ছাড়বে এবং ফুকেট পৌঁছাবে সকাল ১০টা ৪০ মিনিটে। বুধবার এবং শনিবার এই উড়ানটি সকাল ৬.৫০ মিনিটে ছেড়ে ১১টা ৩৫ মিনিটে ফুকেট পৌঁছাবে। রবিবার ফ্লাইট সকাল ৬.৫০ মিনিটে ছাড়বে এবং ফুকেট পৌঁছাবে ১১টা ৪০ মিনিটে।
দুর্গাপুরে হঠাৎ হায়নার তাণ্ডব, আতঙ্কে গ্রামবাসীরা
ফিরতি পথে, ৬E 1902 উড়ানটি সোম, মঙ্গলবার, এবং শুক্রবার সকালে ফুকেট থেকে ছাড়বে এবং কলকাতা পৌঁছাবে দুপুর ১টা ২০ মিনিটে। বুধবার ও শনিবার উড়ান দুপুর ১২টা ৩৫ মিনিটে ছাড়বে এবং কলকাতা পৌঁছাবে দুপুর ২টা ২০ মিনিটে। রবিবার ফ্লাইট দুপুর ১২টা ৪০ মিনিটে ছাড়বে এবং কলকাতা পৌঁছাবে ২টা ২০ মিনিটে।ইন্ডিগোর ওয়েবসাইট অনুযায়ী, ২৮ ডিসেম্বর থেকে কলকাতা-ফুকেট রুটের জন্য ১ জানুয়ারি ভাড়া রাখা হয়েছে ৮৩৯২ টাকা, ৩ এবং ৪ জানুয়ারি ভাড়া ১২,৮৮৬ টাকা, এবং রবিবার ভাড়া কমে ১০,৬৬৫ টাকা হবে। ফিরতি পথে ফুকেট থেকে কলকাতায় ১ জানুয়ারি ভাড়া ৮৮২২ থাই ভাট, ৩ জানুয়ারি ১০,৪২৭ থাই ভাট এবং ৪ জানুয়ারি ৯৩২৭ থাই ভাট রাখা হয়েছে।