ব্যুরো নিউজ,২৮ ডিসেম্বর:সলমন খান তাঁর ৫৯তম জন্মদিনে বড় কোনো পার্টির আয়োজন করেননি। বাইরের অতিথিদের জন্য কোনও নৈশপার্টির আয়োজন করা হয়নি, এবং নিরাপত্তা ব্যবস্থা ছিল একেবারে আঁটসাঁট। জন্মদিনের এই বিশেষ দিনটি সেলিব্রেট করার জন্য সলমন তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ছোট্ট একটি পার্টি আয়োজন করেন, যেখানে বাইরের কেউ প্রবেশ করতে পারেননি।
দুর্গাপুরে হঠাৎ হায়নার তাণ্ডব, আতঙ্কে গ্রামবাসীরা
উপস্থিতি বাতিল
২৬ ডিসেম্বর রাতে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পার্টি শুরু হয়। সলমনের দেহরক্ষীরা পুরো এলাকাটি নিরাপদ রাখেন, যাতে কোনও সমস্যা না হয়। পার্টিতে উপস্থিত ছিলেন খান পরিবারের প্রায় সব সদস্য। সোহেল খানের একমাত্র ছেলে নির্বাণ খান, আয়ুশ খান, গৌরী পণ্ডিতসহ অন্যান্য পরিবারের সদস্যরা সলমনের সঙ্গে জন্মদিন উদযাপন করেন।
২৮ ডিসেম্বর ২০২৪: আজকের দিন আপনার রাশি অনুযায়ী কেমন কাটতে চলেছে?
পার্টির আয়োজনের সময় সলমন কালো টি শার্ট, বাদামি জ্যাকেট এবং জিন্সে সাজেন। টেবিলে ছিল নানা ধরনের কেক—রেড ভেলভেট, রামধনু কেক এবং চকোলেট কেক। তবে, পার্টিতে সলমনের মুখে ছিল ক্লান্তির ছাপ, আর তার হাসিতে সেই পুরনো উচ্ছ্বাস দেখা যায়নি। তাঁর ভাগ্নি এবং অন্যান্য আত্মীয়রা খুব আনন্দিত হলেও সলমন যেন একটু ক্লান্ত। এদিকে, সলমনের জন্মদিন পালনের জন্য ‘বিগ বস ১৮’-এ একটি বিশেষ আয়োজন করা হয়। তবে নিরাপত্তার কারণে পুরো খানদানের উপস্থিতি সেখানে বাতিল করা হয়।