ব্যুরো নিউজ,২৩ ডিসেম্বর:বড়দিনের মরসুমে মুক্তি পাওয়া চারটি বাংলা ছবির মধ্যে দেব অভিনীত ‘খাদান’ যে বক্স অফিসে শীর্ষে রয়েছে, তা প্রথম দু’দিনের সাফল্যে স্পষ্ট। ছবিটি নিয়ে দর্শকদের উচ্ছ্বাস এতটাই যে বিভিন্ন হলে শো-এর সংখ্যা বাড়াতে হয়েছে। পাশাপাশি, দেবের মূলধারার বাণিজ্যিক ছবিতে ১০ বছর পর প্রত্যাবর্তনও দর্শকদের হলে টেনে এনেছে। রবিবার একটি আবেগপ্রবণ পোস্টে অভিনেতা দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চাঁদের বয়সের রহস্যঃ বিজ্ঞানীদের নতুন গবেষণায় বেরিয়ে এল চমকপ্রদ তথ্য
দর্শকদের উদ্দেশে দেবের বার্তা
সমাজমাধ্যমে দেব লেখেন, ‘‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। ‘চাঁদের পাহাড়’ এবং ‘অ্যামাজ়ন অভিযান’-এর পর ‘খাদান’-এর এই প্রতিক্রিয়া আমাকে মুগ্ধ করেছে। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় এবং তৃতীয় দিনের ব্যবসা আরও ভালো হয়েছে।’’ অভিনেতা আরও বলেন, ‘‘আমার দর্শকেরা খুশি, আর তাতেই আমার খুশি। ‘খাদান’-এর মাধ্যমে শুধু আমার নয়, বাংলা ছবিরও প্রত্যাবর্তন হয়েছে।’’ ইন্ডাস্ট্রির সূত্রের দাবি, মাত্র দু’দিনেই ছবিটি ২ কোটি টাকার ব্যবসা করেছে। রবিবার শহরের একাধিক হলে শো ছিল হাউসফুল। নবীনা সিনেমার কর্ণধার নবীন চৌখানি বলেন, ‘‘প্রথম দিন থেকেই টিকিট বিক্রি দারুণ। বিকেলে ‘খাদান’-এর শো সম্পূর্ণ হাউসফুল ছিল। আগামী কয়েক দিনও এই ধারা বজায় থাকবে বলে আশা করছি।’’
শান্তিনিকেতনের পৌষমেলার নেপথ্যের কারন জানলে অবাক হবেন আপনি
‘খাদান’-এর পাশাপাশি নবীনায় চলছে দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। বাংলা ছবি এবং দক্ষিণী ছবির সমান জনপ্রিয়তা প্রমাণ করে, ভালো ছবি হলে দর্শক তাকে গ্রহণ করেন। নবীন বলেন, ‘‘সমাজমাধ্যমে চর্চা করে লাভ নেই। দর্শকেরা টিকিট কেটে ভালো ছবি দেখতে চান।’’ বৃহস্পতিবার রাতে রায়গঞ্জে ‘খাদান’-এর প্রথম শো ছিল রাত দু’টোয়, যা হাউসফুল হয়েছিল। এরপর থেকেই ছবিটি প্রতিদিন বক্স অফিসে নতুন রেকর্ড তৈরি করছে। হলমালিকদের মতে, এই ছবি বাংলা ইন্ডাস্ট্রিকে নতুন প্রাণ দিয়েছে।দর্শকেরা যেমন আনন্দ পেয়েছেন, তেমনই ইন্ডাস্ট্রিও ‘খাদান’-এর সাফল্যে গর্বিত। দেবের অভিনয় ও গল্পের দৃঢ়তা এই ছবিকে বাণিজ্যিক সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে।