ব্যুরো নিউজ,২৩ ডিসেম্বর:সঙ্গীত শিল্পী মোনালি ঠাকুর সম্প্রতি বারাণসিতে একটি কনসার্ট করতে গিয়ে মারাত্মক অবস্থার মধ্যে পড়েন। চূড়ান্ত অব্যবস্থাপনার অভিযোগ এনে, আয়োজকদের ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে কটাক্ষ করেন তিনি। কনসার্টের মাঝপথে শো বন্ধ করে বেরিয়ে যেতে বাধ্য হওয়ায় বারাণসির শ্রোতাদের কাছে ক্ষমাও চান মোনালি।এক ভিডিও বার্তায় মোনালি জানিয়েছেন, মঞ্চের অবস্থা এমন ছিল যে, সেখানে অনুষ্ঠান করতে গিয়ে তিনি গুরুতর আহত হতে পারতেন। তাঁর সঙ্গে আসা নৃত্যশিল্পীরাও শো চালিয়ে যেতে তাঁকে বারবার অনুরোধ করেন। কিন্তু অব্যবস্থার মাত্রা এতটাই বেশি ছিল যে, কাজ চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে।
গাজ়ায় ইজ়রায়েলি হামলায় বিপর্যস্ত জনজীবনঃ হাসপাতালেও রক্ষা নেই, শিশুরা মৃত্যুর মুখে
মঞ্চের অব্যবস্থাপনা ও গায়িকার ক্ষোভ
মোনালির কথায়, “আমরা অনুষ্ঠানটা করতে অনেক চেষ্টা করেছি। কারণ শ্রোতারা নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে টিকিট কিনে এসেছেন। তাঁদের মুখোমুখি হয়ে আমি কৈফিয়ত দিতে বাধ্য। কিন্তু এমন পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। আশা করি, একদিন আমি নিজেই শোয়ের দায়িত্ব নিতে পারব, আর এমন দায়িত্বজ্ঞানহীন আয়োজকদের উপর নির্ভর করতে হবে না।” মোনালি ঠাকুর আয়োজকদের উদ্দেশ্যে কড়া ভাষায় বলেন, “এরা একেবারেই দায়িত্বজ্ঞানহীন। কোনও কাজের নয়। আমাদের অনুরোধ বারবার জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থার পরিবর্তন হয়নি। আমি সত্যিই দুঃখিত যে, আপনাদের জন্য অনুষ্ঠান শেষ করতে পারিনি। কিন্তু এটি আমার পক্ষে অসম্ভব ছিল।”
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি: হাইব্রিড মডেলে হবে ভারত-পাকিস্তান ম্যাচ, ফাইনালে ভারত উঠলে কোথায় হবে খেলা?
শ্রোতাদের কাছে প্রতিশ্রুতি
শো বন্ধ করার জন্য দুঃখ প্রকাশ করে মোনালি বলেন, “আমি বারাণসির শ্রোতাদের কাছে ক্ষমাপ্রার্থী। আশা করি, ভবিষ্যতে আবার আপনাদের সামনে ভালো একটি শো নিয়ে আসতে পারব। সেই দিন যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হতে হয়।” বারাণসির এই ঘটনায় মোনালির ভক্তরা তাঁর পাশে দাঁড়িয়েছেন। তাঁরা আশা করছেন, ভবিষ্যতে এমন দায়িত্বজ্ঞানহীনতার পুনরাবৃত্তি হবে না এবং শিল্পীদের প্রতি আয়োজকদের মনোভাব পরিবর্তিত হবে।