ব্যুরো নিউজ,২৩ ডিসেম্বর:উত্তরপ্রদেশে পিলভিটে পঞ্জাব ও উত্তরপ্রদেশ পুলিশের যৌথ অভিযানে নিহত হলেন তিন খলিস্তানি জঙ্গি। সোমবার সকালে এই এনকাউন্টারে প্রাণ হারান গুরবিন্দর সিংহ, বীরেন্দ্র সিংহ, এবং যশনপ্রীত সিংহ নামে তিন অভিযুক্ত। তাঁদের বয়স ছিল ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁরা নিষিদ্ধ খলিস্তান কম্যান্ডো ফোর্সের সদস্য এবং পঞ্জাব পুলিশের ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত।
পূর্বাঞ্চলে রেল শিল্পের বিকাশঃ কর্মসংস্থানের নতুন দিগন্ত
যৌথ অভিযান ও এনকাউন্টার
গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে পঞ্জাব পুলিশের যৌথ দল পিলভিটে অভিযান চালায়। অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় তিন অভিযুক্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁদের মৃত্যু হয়। অভিযুক্তদের কাছ থেকে দু’টি একে-৪৭ রাইফেল এবং একাধিক পিস্তল উদ্ধার করা হয়েছে।গত বুধবার পঞ্জাবের গুরদাসপুরে একটি পরিত্যক্ত পুলিশ ফাঁড়িতে গ্রেনেড হামলার ঘটনায় এই তিন অভিযুক্তের নাম উঠে আসে। ওই হামলায় কোনও প্রাণহানি না হলেও পুলিশ ফাঁড়িটি ক্ষতিগ্রস্ত হয়। নিষিদ্ধ খলিস্তানি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করে জানায়, শিখদের প্রতি অবমাননাকর আচরণের প্রতিবাদেই এই হামলা। একই সঙ্গে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেয় তারা।
মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে অমানবিক ভিডিও জয়পুরে
গত কয়েক সপ্তাহে পঞ্জাবে পুলিশের ঘাঁটিতে বারবার হামলা হয়েছে। গুরদাসপুরের ঘটনাটি এক মাসের মধ্যে পঞ্চম হামলা। এই ঘটনার পরই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পঞ্জাব ও উত্তরপ্রদেশ পুলিশ। শেষমেশ পিলভিটে এনকাউন্টারে অভিযুক্তদের মৃত্যু হয়।